গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (১৭ এপ্রিল) মধ্যবাজার, উত্তর বাজার ও বালুয়াপাড়া মোড়ে মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবিদুর রহমান।

ভ্রাম্যমান আদালতে ওই দিন ৬টি মামলায় ২হাজার ৩শ টাকা তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়। এ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন গৌরীপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর শফিকুল ইসলাম ও গৌরীপুর থানা পুলিশ।