গৌরীপুরে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

কমল সরকার,গৌরীপুর : করোনা সংকট নিরসনের জন্য সরকারি নির্দেশ উপেক্ষা করে ময়মনসিংহের গৌরীপুর পৌরশহরে সন্ধ্যা ছয়টার পর যারা রাস্তায় ছিলো এবং দোকান খোলা রেখেছিল তাদেরকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর এর নেতৃত্বে (১১ এপ্রিল) সন্ধ্যা ছয়টার পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় সরকারি নির্দেশ অমান্য করে গৌরীপুর মধ্য বাজার, বালুয়াপাড়া মোড়, বাস স্টেশন রোড, ও শহরের বিভিন্ন মোড়ের দোকান খোলা রাখা ও লোকজন রাস্তায় অহেতুক ঘুরাঘুরি করার কারণে ৫ টি মামলায় সর্বমোট ১৩শ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

পাশাপাশি আদালত দন্ডপ্রাপ্ত সকলকে সরকারি নির্দেশনা অনুয়ায়ী বাসা-বাড়ীতে থাকার জন্য বলেন এবং রাস্তায় অযতা ঘুরাঘুরি না করার জন্য সতর্ক করে দেন।