পুলিশ পরিচয়ে ছিনতাই, সোর্স আটক

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১
পুলিশ পরিচয়ে ছিনতাই সোর্স আটক

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় এক দিনমজুরের টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশের এক সোর্সকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ পূর্ব ডেন্ডাবর আরইবি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
এর আগে রাত ১১টার দিকে আরইবি রোডের হাজী মার্কেটের রাসেল স্টোর নামে একটি দোকানের সামনে থেকে পুলিশ পরিচয়ে কৌশলে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সোর্স মনির হোসেন।

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, পুলিশ পরিচয়দানকারী ওই ব্যক্তি আশুলিয়া থানার উপ-পরিদর্শকের (এসআই) সুদীপ কুমার গোপের ব্যক্তিগত লোক।

তবে এসআই সুদীপ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা ও পুলিশের সোর্স হিসেবে কাজ করার তথ্য জানান।

পল্লীবিদ্যুৎ আরইবি অফিস সংলগ্ন হাজী মার্কেটের রাসেল স্টোরের মালিক আব্দুল জব্বার বলেন, রাতে আমার দোকানে ওনারা (লেবার) গাড়ি থেকে কলা নামিয়ে এনে টাকা ভাগ করছিল। তখন পুলিশ পরিচয় দিয়ে একটা লোক বলে, এত রাতে দোকান খোলা কেন, বন্ধ কর। আমি দোকান বন্ধ করে দেয়ার পর ওই লোক (পুলিশ পরিচয়দানকারী) ওই তিন জন লেবারকে বাইরে নিয়ে গেছে।

দিনমজুর (কলার লেবার) মো. কাজল বলেন, রাতে আমরা চায়ের দোকানে বসে টাকা গুনছিলাম। পুলিশের লোক বলে গিয়ে আমাদের জিজ্ঞেস করে, তোমরা কি কর? পরে আমাদের তিনজনকে দাঁড় করিয়ে একজনের টাকা নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরে পল্লীবিদ্যুৎ বাস স্ট্যান্ডে আমাদের সঙ্গে কাজ করে একজন তাকে ধরছে। সে সুদীপ পুলিশের পার্সোনাল লোক। তার নাম বিক্রি করে চলে আর কি।

তিনি আরও বলেন, আমাদের পাঁচজনের তিন’শ কম ১৮ হাজার টাকা নিছে। আমরা কলা নামাই, লেবার। আমরা পুরো সপ্তাহের টাকা প্রত্যেক বৃহস্পতিবার পাই। ১৮-২০ হাজার করে টাকা পাই।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, ‘ও মনে হয় সোর্সের কাজ টাজ করে। ফোন দেয়ার সঙ্গে সঙ্গে ওদিকে আমাদের যারা ডিউটিতে ছিল তারা নিয়া আসছে থানায়। এর ব্যবস্থা নেব আমরা। আর অসুবিধা নাই, যার টাকা সে পেয়ে যাবে।’

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।