নিষেধাজ্ঞা অমান্য করে ইউএনওর ইফতার পার্টি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউনের মধ্যে প্রথম রমজানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন। বুধবার সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাবে এই পার্টির আয়োজন করেন তিনি। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ প্রায় শতাধিক লোক উপস্থিত ছিলেন। এরমধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ কয়েকজন স্বপরিবারে উপস্থিত ছিলেন এই পার্টিতে। লকাডাউনের মধ্যে যেখানে মানুষের বাড়ি থেকে বের হওয়া নিষেধ। রাস্তায় বের হলে ভ্রাম্যমান আদালতের জরিমানা গুণতে হয়, সেখানে সকল বিধিনিষেধ উপেক্ষা করে উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে শতাধিক লোকের খাওয়ার আয়োজন করেন স্বয়ং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি। এ নিয়ে হাতিয়ার পাড়ায় মহল্লায় ব্যাপাক সমালোচনা করতে দেখা যায় মানুষকে। ইফতার পার্টির শেষে নৈশভোজেরও আয়োজন করা হয়। এই আয়োজনের রান্নার দায়িত্ব দেওয়া হাতিয়ার খ্যাতি সম্পন্ন বাবুর্চি বাবুলকে। আলাপকালে বাবুল জানান, সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে এই রান্না শুরু করি। ইফতারের পূর্বেই সকল রান্না অফিসার্স ক্লাবে পাঠিয়ে দেওয়া হয়। যে পরিমাণ রান্না করা হয়েছে, তাতে শাতাধিক লোক খুব ভালোভাবে খেতে পারবে বলে জানান তিনি। অফিসার্স ক্লাবের এই আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নাজিম উদ্দিন , করোনার এই সময়ে এ ধরনের পার্টি করে মানুষের সমাগম করা একজন দায়িত্বশীল ব্যাক্তির সমীচিন হয়েছে কিনা প্রশ্নে নাজিম উদ্দিন জানান, আমি প্রথমে মনে করেছি, মানুষের উপস্থিতি কম হবে। পরে গিয়ে দেখি, অনেক লোকের উপস্থিতি। পরিবেশ দেখে চলে আসার ইচ্ছা থাকলেও সামাজিকতার কারণে আসতে পারিনি। স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে এই পার্টি করা সঠিক হয়নি বলে আয়োজককে সতর্ক করেছেন কিনা প্রশ্ন করলে নাজিম উদ্দিন জানান , তিনি আমার ছেয়েও বড় অফিসার তাই সতর্ক করতে পারিনি। উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দাস বলেন, এটি উপজেলা নির্বাহী কর্মকর্তার একান্ত নিজস্ব পার্টি। প্রথমে এই আয়োজনটি উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে করার কথা ছিল। কিন্ত বাসায় জায়গা সংকুলন না হওয়ায় অফিসার্স ক্লাবে করা হয়েছে। করোনা মহামারিতে লকডাউন চলাকালীন এই জাতীয় আয়োজন করা সঠিক হয়েছে কিনা প্রশ্ন করলে তিনি কোন উত্তর দিতে রাজি হননি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, এটি কোন বড় প্রোগ্রাম ছিল না। শুধু আমাদের অফিসারদের নিয়ে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। Share this:FacebookX Related posts: ‘কেউ ধর্ষক, কেউ দর্শক, মানুষ দেখি না কাউকে’ পটিয়ায় শ্রমিক নেতা সেকু ৭ ধরে নিখোজ : উদ্ধার দাবিতে সংবাদ সন্মেলন পটিয়া পৌরসদরে ছুরিকাঘাতে যুবক খুন গুইমারায় মোটর সাইকেল চালককে হত্যা: ওসির অপসারন দাবীতে উত্তাল গুইমারা ব্রাহ্মণবাড়িয়ায় চাউল গোডাউন সিলগালা: ভ্রাম্যমান্য আদালতে জরিমানা আম্পানের প্রভাবে হাতিয়ায় ২৬ গ্রাম প্লাবিত নোয়াখালীত সেনাবাহিনীর পক্ষ থেকে এতিমদের জন্য ঈদ উপহার প্রদান করোনা উপসর্গ নিয়ে মায়ের মৃত্যু, লাশ ফেলে সন্তানদের পলায়ন নবীনগরের তুষার আবদুল্লাকে সংবর্ধনা প্রদান চাঁদপুরে চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া সাংবাদিক আটক বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবের নির্মাণ কাজ শুরু সোনাগাজীতে ফসলী জমি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান কৃষকরা SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ইউএনওর ইফতার পার্টিনিষেধাজ্ঞা অমান্য করে