মেহেরপাড়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১

সুমন পাল, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি ঃ নরসিংদী মেহেরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হাসান এর আয়োজনে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গত ১৮ মার্চ দিনব্যাপী নরসিংদী জেলাব্যাপী প্রতিভার সন্ধানে ওয়াদিয়া পবিত্র কুরআনের আলো হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ক্বেরাত মাহফিলে ব্রাদার্স ডাইং এন্ড ফিনিশিং মিলস্ এর এম.ডি. হাজী মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাদিন ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলস্ এর এম.ডি. আলহাজ্ব জাকির হোসেন ভূইয়া। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম দত্তপাড়া মাদরাসার মুহতামিম হা.মাও. শওকত হোসাইন সরকার।

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ্ মাদরাসা প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ নাজমুল হাসান। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হুসাইনাবাদ মদিনাতুল উলুম তেলিয়া মাদরাসা পরিচালক হাফেজ মাওলানা আমানুল্লাহ, মাদ্রাসা দারুল কুরআন ওযাসসুন্নাহ প্রিন্সিপাল হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন আব্দুল মাজিদ ইসলামিয়া মাদরাসার মুহতামিম হাফেজ ক্বারী মুহাম্মদ আল- আমীন।

প্রতিযোগিতায় অংশগ্রহন করে নরসিংদী জেলার বিভিন্ন মাদরাসার ৩০০জন হাফেজ ছাত্র, পুরষ্কার পেয়েছে ২০ জন ছাত্র, ১ম পুরষ্কার ১০ হাজার টাকা, ২য় পুরষ্কার ৫ হাজার,৩য় পুরষ্কার ৪ হাজার টাকা।