হালুয়াঘাটে যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১
হালুয়াঘাটে যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে আলোচনা সভা ও বাউল সঙ্গীতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার নড়াইল ইউনিয়নের কাওয়ালীজান বাদশা বাজার প্রাঙ্গণে নড়াইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নড়াইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক বদরুজ্জামান (জামান) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের(ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ,(ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্ম-সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন,বজলুর রহমান,আব্দুল ওয়াহাব,উপজেলা যুবলীগের আহবায়ক নাজিম উদ্দিন, নড়াইল ইউনিয়নের(ভারপ্রাপ্ত)সভাপতি আবুল কালাম আজাদ সহ বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ।