ফরিদপুর জেনারেল হাসপাতালে ৬ মাস ধরে এক্সরে মেশিন অচল নেই কোন উদ্যোগ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১ এহসান রানা,ফরিদপুর : ফরিদপুরের শত বছরের জেনারেল হাসপাতালটি রহস্যজনক কারনে নিজেই রোগাক্রান্ত । সাবেক ১৯ টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা ফরিদপুর । ফরিদপুর জেনারেল হাসপাতালটি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত হাসপাতাল বলে পরিচিত , এই জেনারেল হাসপাতালটিতে বঙ্গবন্ধু রাজনৈতিক গ্রেপ্তার হয়ে ফরিদপুর কারাগার থেকে চিকিৎসা সেবা নিতেন বলে জানান প্রবীণ রাজনৈতিক নেতারা । ফরিদপুর জেনারেল হাসপাতালে এক্সরে মেশিনটি দীর্ঘ ৬ মাস ধরে নষ্ট হয়ে রয়েছে কিন্তু কোন মেরামতের উদ্যোগ নেই , একই অবস্থায় রয়েছে আলট্রাসনোগ্রাম মেশিনটি । আলট্রাসনোগ্রাম মেশিনটি ভালো থাকলেও নেই কোন কার্যক্রম ও নেই কোন ডাক্তার । ফরিদপুর জেনারেল হাসপাতালটিতে ৩৭ জন ডাক্তার থাক কথা থাকলেও রহস্যজনক কারনে কর্মরত আছে আবাসিক চিকিৎসক সহ ৭ জন । প্রাচীন এই হাসপাতালটিতে প্রতিদিন ১০০০/১২০০ বিভিন্ন ধরনের রোগীরা চিকিৎসা সেবা নেবার জন্য ছুটে আসে কিন্তু চিকিৎসা সেবা পাচ্ছেন না ডাক্তারদের অভাবে , বাধ্য হয়ে রোগীরা হাসপাতাল এলাকায় একাধিক প্রাইভেট হাসপাতালে চিকিৎসা সেবা নিতে যেতে হয় । বিশ্বস্ত সুত্রে জানা যায় জেনারেল হাসপাতালের আশে পাশে প্রায় ১৫/২০ টি বেসরকারী প্রাইভেট হাসপাতাল রয়েছে এদের সাথে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কতিপয় কিছু ডাক্তারদের যোগসাযোকের কারনে ফরিদপুর জেনারেল হাসপাতালটিকে পুঙ্গ করে রেখেছে । দীর্ঘ ১০/১২ বছর ধরে ফরিদপুর জেনারেল হাসপাতালে কোন ডাক্তার বদলী হয়ে আসলেও পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলে যায় । ফরিদপুর এক্সরে মেশিন বিকল ও ডাক্তার শুন্যতা বিষয়ে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী জালাল আহমেদ জানান , এক্সরে মেশিন মেরামত করার জন্য ও ডাক্তার শুন্যতা বিষয়ে সাস্থ্য অধিদপ্তরের ডিজি মহাদয় এবং পরিচালক ( হাসপাতাল ও ক্লিনিক ) কে অবগত করা হয়েছে । এই বিষয়ে ঢাকা বিভাগ হাসপাতাল ও ক্লিনিক পরিচালক ফরিদ আহমেদ জানান , ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় থেকে সদর হাসপাতালের এক্সরে মেশিনটি বিকল হয়ে আছে দীর্ঘ দিন ধরে তা আমাকে অবগত করা হয় নাই এবং আমার নিকট নতুন এক্সরে মেশিনের জন্য কোন ডিমান্ড ( আবেদন ) করে নাই , আবেদন / আমাকের অবগত করলেই প্রয়োজনে নতুন এক্সরে মেশিনের ব্যবস্থা করা হবে । Share this:FacebookX Related posts: করোনা রোগীর চিকিৎসায় টাঙ্গাইলে মেডিকেল অক্সিজেন উৎপাদিত হচ্ছে ডিজিএইচএসকে পিপিই দিলো এফআইসিসিআই চীনে ওসি কন্যা মনীষার এমবিবিএস ডিগ্রি অর্জন ‘করোনা ভ্যাকসিন আগে পাবেন সম্মুখ সারির যোদ্ধারা’ কিশোরগঞ্জে পঞ্চাশ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার মানিকগঞ্জের বড়ইচড়া গ্রাম লকডাউন মুক্ত মুন্সীগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন করোনামুক্ত হয়ে বাসায় গেলেন এমপি মোকাব্বির ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারপ্রার্থীকে ধর্ষণের অভিযোগ ধামরাই পৌর এলাকায় ২১টি ভোটকেন্দ্রে ইভিএমে টেষ্ট ভোট সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমা মাদক ও চাঁদাবাজ মুক্ত হবে ঢাকা-১৮ : হাবিব হাসান SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ৬ মাস ধরেঅচলএক্সরে মেশিনজেনারেল হাসপাতালেনেই কোন উদ্যোগফরিদপুর