গোসাইরহাটে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১

সময় সংবাদ ডেস্কঃশরীয়তপুরের গোসাইরহাটে ‘বয়স যদি আঠারো হয়-ভোটার হতে দেরী নয়’ এই প্রতিবাদ্য সামনে রেখে উপজেলা নির্বাচন কমিশন অফিসের উদ্যোগে ৩য় জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (০২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা উপজেলা হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. অালমগীর হুসাইনের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শেখ মোঃ অাবুল খায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মোসাঃ নাজমা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান, মোঃ মাইনুল ইসলাম, উপজেলা প্রোগ্রামার তথ্য অফিসার, নাজমুল হাসান উপজেলা সমাজসেবা অফিসার, হাবিবুর রহমান উপজেলা সমবায় কর্মকর্তা, মোঃ সালাম হাওলাদার, উপজেলা নির্বাচন অফিস, উপজেলা বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগন ও প্রেসক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম সাইফুল্লাহ (কাওসার), দৈনিক যায়যায়দিন উপজেলা প্রতিনিধি এস এম নাজমুল হোসেন।

সঞ্চলনায় ছিলেন মোঃ আসরাফুজ্জামান, মাধ্যামিক শিক্ষা অফিসার।