পাবনা সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগ এর বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : জাতীয় শ্রমিক লীগ পাবনা সদর উপজেলা শাখার বর্ধিতসভা সোমবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিক লীগের পাবনা সদর উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আইয়ুব মল্লিকের পরিচালনায় বর্ধিতসভায় বক্তব্য দেন, জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার সভাপতি ফুরকান আলী, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক, প্রচার সম্পাদক আব্দুল্লাহ শেখ, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী, পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য মানিক খান, ইউনুস আলী, আব্দুল হান্নান প্রমূখ।

বর্ধিতসভায় অনতিলম্বে জাতীয় শ্রমিক লীগের পাবনা সদর উপজেলা শাখার সকল ইউনিয়নের কমিটি গঠন এবং আগামী ৩০ দিনের মধ্যে পাবনা সদর উপজেলার সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।