​নাসিরনগরে রোগীদের মধ্যে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১

সময় সংবাদ ডেস্কঃব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা সমাজ সেবা বিভাগের উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, হৃদরোগ, প্যারালাইজডসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১০ জন রোগীর মধ্যে চিকিৎসা সহায়তা হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

গত রোববার বিকেলে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম।

চেক বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার আবুল খায়ের,বীর মুক্তিযোদ্ধা মোঃ রাফিজ মিয়াসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,অনুদান গ্রহীতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০জন রোগীকে ৫ লাখ টাকার অনুদানের চেক দেয়া হয়।