কুষ্টিয়ায় প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের কম্বল বিতরণ

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

নিউজ ডেস্কঃ শীত সুস্থদের তুলনায় অসুস্থ্যদের জন্য বেশ কষ্টকর, তা যদি আবার প্রতিবন্ধী হয় তাদের জন্য আরও কষ্টকর। যদিও শীতকাল অনেকের কাছে প্রিয়। যার জন্য বলা হয়ে থাকে কারো জন্য পুষমাস কারো জন্য সর্বনাশ।যে প্রতিবন্ধীদের লেখাপড়ার শেখানোর দায়িত্ব নিয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের বালিয়াশিশা গ্রামে গড়ে উঠেছে বনলতা প্রতিবন্ধী স্কুল।রোববার সকালে প্রতিবন্ধী শিশুদের শীত লাঘবের সামান্য প্রয়াস হিসাবে সাফ‘র আয়োজনে কম্বল বিতরণ করা হয়। শতাধিক প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে চল্লিশজনকে কম্বল প্রদান করা হয়। বনলতা প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা শুকজান খাতুন সুমির পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাফ‘র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পোড়াদহ ইউপি‘র মহিলা সদস্য রূপালী খাতুন। প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধী এই শিশুদের প্রত্যেককে সোয়েটার, ফুলপ্যাণ্ট ও জুতামুজা দেওয়া দরকার। আমরা সমাজের বিত্তবানদের অনুরোধ করবো প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা ও উপকরণ সহযোগিতা নিয়ে এগিয়ে আসার জন্য।এসময় সাফ‘র স্বেচ্ছাসেবক হিসাবে উপস্থিত ছিলেন লাকি খাতুন ও জাহিদা। আরও উপস্থিত ছিলেন শিক্ষক নিলুফা ইয়াসমিন, রাজিয়া সুলতানা, জান্নাতুল খাতুন, আজমিরা, কুসুম খাতুন, আরিফা খাতুন, রুমা খাতুন, সুমি খাতুন ও অনিতা।