সামরিক বাহিনীতেও যোগ দিতে পারবে সৌদি নারীরা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১ সময় সংবাদ ডেস্কঃগাড়ি চালানো, খেলাধুলা দেখাসহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সৃষ্টি হয়েছে সৌদি আরবের নারীদের। এবার সামরিক বাহিনীতেও তারা পুরুষের মতোই যোগ দিতে পারবেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে গতকাল রবিবার এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যম আরব নিউজের বরাতে জানা যায়, এ বিজ্ঞপ্তিতে এতে বলা হয়েছে, সৈনিক থেকে শুরু করে সার্জেন্ট পদে যোগ দিতে পারবেন নারীরা। এই সুযোগ থাকবে রয়েল নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী ও সশস্ত্র চিকিৎসা সেবা বিভাগের জন্য। আবেদনকারীকে নিয়োগ পরীক্ষায় পাস করতে হবে, পরিচ্ছন্ন রেকর্ড এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে। তবে নারীদের ক্ষেত্রে কিছু অতিরিক্ত যোগ্যতা থাকতে হবে। তাদের বয়স ২১ বছর থেকে ৪০ বছর মধ্যে হতে হবে। উচ্চতা কমপক্ষে ১৫৫ সেন্টিমিটার হতে হবে। সরকারি চাকরিজীবী হলে হবে না। কোনও বিদেশি নাগরিককে বিয়ে করলেও আবেদন করা যাবে না। অন্তত হাইস্কুল পাস হতে হবে। Related posts: ২০১৯ সালে ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি সৌদি থেকে খালি হাতে ফিরলেন নারীসহ আরও ১৮৩ জন খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি যুবরাজকে রক্ষা করেন ট্রাম্প জাতিসংঘের ভাষণে ইরানের কড়া সমালোচনা সৌদি বাদশাহর যুক্তরাষ্ট্রের কাছে স্পুটনিক-৫ ভ্যাকসিনের তথ্য দিতে রাজি রাশিয়া জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য হতে ব্যর্থ সৌদি আরব সৌদি যুবরাজের নামে খাশোগীর বাগদত্তার মামলা কাফালা পদ্ধতি বাতিলের কথা ভাবছে সৌদি আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ালো সৌদি ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় সৌদি যুবরাজ সৌদি সেনাবাহিনীতে নারী সৈন্য অবশেষে সৌদি-কাতার সীমান্ত দিয়ে আমদানি-রপ্তানি শুরু SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: দিতেনারীরাপারবেসামরিক বাহিনীতেও যোগসৌদি