সৌদি সেনাবাহিনীতে নারী সৈন্য

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১

সময় সংবাদ ডেস্কঃনতুন যুগে প্রবেশ করেছে সৌদি আরব। । এবার সেনাবাহিনীতে প্রথমবারের মতো সৈন্য হিসেবে নারীদের নিয়োগ দেয়া শুরু করেছে সৌদি আরব। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সামরিক বিভাগের বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ল্যান্স কর্পোরাল পদে রিয়াদের সামরিক শিক্ষা প্রতিষ্ঠান কিং ফাহাদ সিকিউরিটি কলেজ থেকে গ্রাজুয়েট সৌদি নারী ক্যাডেটদের আবেদনের আহ্বান জানানো হয়।

শনিবার থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। সৌদি আরবের অনলাইনে চাকরি সন্ধানের প্লাটফর্ম আবশিরের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

কিং ফাহাদ সিকিউরিটি কলেজ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি সামরিক শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন নিরাপত্তা বিভাগ ও প্রতিরক্ষা ক্ষেত্রে কাজ করছেন।