সৌদি যুবরাজের নামে খাশোগীর বাগদত্তার মামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক :প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগীকে হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নামে মামলা ঠুকে দিয়েছেন খাশোগীর বাগদত্তা হাতিস চেঙ্গিস। মামলায় যুবরাজকে হত্যাকাণ্ডের ‘নির্দেশদাতা’ বলে অভিযোগ এনেছেন তিনি। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মামলাটি করেন হাতিস। মামলায় খাশোগী হত্যাকাণ্ডের ঘটনায় নিজের ব্যক্তিগত ও আর্থিক ক্ষতির অভিযোগ এনেছেন এই তার্কিশ। ২০১৮ সালে সৌদি আরবের ইস্তানবুল কনস্যুলেটে প্রবেশ করার পর খাশোগীকে হত্যা করে একদল সৌদি এজেন্ট। অভিযোগ রয়েছে, এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা সৌদি যুবরাজ মোহাম্মদ বিল সালমান। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন যুবরাজ। সৌদি সরকারের চরম সমালোচক জামাল খাশোগী মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টে কলাম লিখতেন। লেখনীতে সৌদি সরকারের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতেন। মৃত্যুর আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনযাপন করছিলেন খাশোগী। তার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তুর্কি নাগরিক হাতিস চেঙ্গিসের। Share this:FacebookX Related posts: খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি যুবরাজকে রক্ষা করেন ট্রাম্প জাতিসংঘের ভাষণে ইরানের কড়া সমালোচনা সৌদি বাদশাহর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য হতে ব্যর্থ সৌদি আরব কাফালা পদ্ধতি বাতিলের কথা ভাবছে সৌদি আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ালো সৌদি ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় সৌদি যুবরাজ সৌদি সেনাবাহিনীতে নারী সৈন্য অবশেষে সৌদি-কাতার সীমান্ত দিয়ে আমদানি-রপ্তানি শুরু সামরিক বাহিনীতেও যোগ দিতে পারবে সৌদি নারীরা অস্ত্রোপচার শেষে হাসপাতাল ছাড়লেন সৌদি যুবরাজ আল-জাজিরার বিরুদ্ধে ৫০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা বিদেশিদের নাগরিকত্ব দেবে সৌদি SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: খাশোগীরনামেবাগদত্তারমামলাযুবরাজেরসৌদি