ধামইরহা সীমান্ত থেকে আটক ৪

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১

সময় সংবাদ ডেস্কঃনওগাঁর ধামইরহাট সীমান্তে চোরাকারবারী অবৈধপথে চোরাচালানের উদ্দেশ্যে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করার অপরাধে ৪ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় উপজেলার কালুপাড়া সীমান্ত এলাকার মাঠে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্ণেল এস এম নাদিম আরেফিন সুমন পিএসসি, জি, এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান- ওইদিন দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আলমগীর হোসেন এর নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ২৭০/৪-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালুপাড়া মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে। এসময় চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রমকালে ঘটনাস্থল হতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আব্দুস সালাম বাবু (৪০), গোলাম রব্বানী রুবেল (৩০) মো. নুরুজ্জামান (৪৬) শ্রী প্রদীপ বর্মন (৩৫)। উভয়ের বাড়ি কালুপাড়া গ্রামে। এসময় তাদের কাছে ১টি কাঁটাতারের বেড়া কাটার কাঁচি ও বাশের তৈরী ১টি মাচা পাওয়া গেছে। পরে আটককৃত ০৪ জন চোরাকারবারী কে ধামইরহাট থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মমিন জানান- বিজিবি বাদী হয়ে থানায় আসামীদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।