টাঙ্গাইলে তিন স্কুলছাত্রীর ইজ্জত লুট, আটক ৪

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া তিন স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করার অপরাধে দুই বন্ধুসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।আটক চারজন হলো-উপজেলার পৌর এলাকার দক্ষিণপাড়া গ্রামের মেহেদী, উত্তর পাড়া এলাকার সুমন, সন্ধানপুর ইউনিয়নের সাতকুড়া এলাকার ইফসুফ ও বাবু।

আটকদের আদালতে পাঠানোর কার্যক্রম চলছে। ঘাটইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল থাকায় ওই চার ছাত্রী সকাল ৯টার দিকে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়।


পরে তারা স্কুলে না গিয়ে তাদের দুই বন্ধুর সঙ্গে উপজেলার ঝরকা বনে বেড়াতে যায়। সেখানে এক বান্ধবী ও দুই বন্ধুকে আটকে রেখে বাকি তিন বান্ধবীকে ধর্ষণ করে বখাটেরা। পরে পালিয়ে যায় দুর্বৃত্তরা।চার ছাত্রীর একজনের নানা বাড়ি পাশের এলাকায় হওয়ায়, তারা সেখানে গিয়ে আশ্রয় নেয়। নানি বাড়ির লোকজন কিশোরীদের বাড়িতে জানালে পরিবারের লোকজন ঘাটাইল থানায় বিষয়টি অবহিত করে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

এ ব্যাপারে এক কিশোরীর বাবা বাদী হয়ে (মো. আবুল কাশেম) অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। কিশোরীদের ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।