বাড়ছে বহুজাতিক কোম্পানির শেয়ারের দাম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১ সময় নিউজ ডেস্ক :বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্ট, ইউনিলিভার, মেরিকো, রেকিট বেনকিজার এবং লিন্ডে বিডির শেয়ারে দাম বৃদ্ধির মধ্যদিয়ে দেশের পুঁজিবাজারে চলছে লেনদেন। তাতে নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ ফেব্রুয়ারি) বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও সূচক উঠানামার মধ্যদিয়ে লেনদেন চলছে। শেয়ার বিক্রির চাপে সকাল ১০টায় লেনদেন শুরুর পর প্রথম দেড় ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ১৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ১৫ পয়েন্ট। এ সময়ে বার্জার পেইন্টের শেয়ারের দাম বেড়েছে ২ শতাংশ, রেকিট বেনকিজারের শেয়ারের দাম বেড়েছে ৪ শতাংশ, ইউনিলিভারের দাম বেড়েছে প্রায় ২ শতাংশ, মেরিকোর দাম বেড়েছে প্রায় দেড় শতাংশ। অপরদিকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বীমা খাতের বেশিভাগ শেয়ারের দাম কমেছে। ডিএসইর তথ্য মতে, রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত বাজারটিতে মোট লেনদেন হয়েছে ৩৫৭ কোটি টাকা। এ সময়ে ডিএসইতে ৩২৬টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৪৮টির ও অপরিবর্তিত রয়েছে ৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। এ সময়ে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৬৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ৩০ পয়েন্ট, তবে ডিএস-৩০ এর সূচক কমেছে ২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ সময়ে লেনদেন হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকার। সিএসইর প্রধান সূচক ১৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৮৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের। Share this:FacebookX Related posts: দাম বেড়েছে চাল-চিনি-তেলের, কমেছে পেঁয়াজ-রসুন-ডিমের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বাড়ছে স্বর্ণ-রূপার দাম আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার করোনাভাইরাস : দেশের সব বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানীর কাঁচাবাজার ও সুপারশপ বন্ধের নির্দেশ মাঠে ধান পাঁকলেও মিলছেনা শ্রমিক; রয়েছে কাল বৈশাখীর ভয় সব ধরনের ব্যাংক ঋণের সুদ দুই মাস স্থগিত রপ্তানি লক্ষ্যমাত্রা ৪৮ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী নিত্যপণ্যের দাম বৃদ্ধি ঠেকানোর সুপারিশ সংসদীয় কমিটির এবার ভোগাচ্ছে চাল-তেল আধা ঘণ্টায় লেনদেন ছাড়াল দেড়শ কোটি টাকা আশার মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য SHARES Matched Content অর্থনৈতিক বিষয়: কোম্পানিরদামবহুজাতিকবাড়ছেশেয়ারের