গৌরীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সমাহিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১ কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন (৭০) শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন)। ওইদিন বিকেলে জানাযার নামাজের পর গার্ড অব অর্নার শেষে মরহুমের মরদেহ নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। আফতাব উদ্দিন মৃত্যুকালে স্ত্রী ও পাঁচ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে মরহুমের কফিনে গার্ড অব অর্নার প্রদান করেন গৌরীপুর থানার পুলিশের একটি চৌকস দল। এর আগে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, তোফাজ্জল হোসেন, ফজলুল হক খান, জয়নাল আবেদীন, আব্দুল কদ্দুছ, মজিবুর রহমান প্রমুখ। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাফাজ্জল েেহামেন খান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক মাস্টার, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহাম্মদ আজাদ হীরা, পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার প্রমুখ। Share this:FacebookX Related posts: গৌরীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের দাফন গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাণীনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন গৌরীপুরে মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার গৌরীপুরে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা.আমান গৌরীপুরে চার বছর পর হতদরিদ্ররা জানলেন তারা তালিকাভুক্ত উপকারভোগী গৌরীপুরে ৫ শতাধিক হতদরিদ্র ও শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তার উদ্বোধন গৌরীপুরে মেছো বিড়াল উদ্ধার গৌরীপুরে মেয়রের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া-মাহফিল SHARES Matched Content দেশের খবর বিষয়: আফতাব উদ্দিন সমাহিতগৌরীপুরেবীর মুক্তিযোদ্ধারাষ্ট্রীয় মর্যাদায়