রাণীনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার হরিশপুর গ্রামের মুক্তিযোদ্ধা আফছার আলী সরদার ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিয়ন। মৃতকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

বৃহস্পতিবার বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করে নামাজে যানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তিনি ওই গ্রামের মৃত বিনোদ সরদারের ছেলে।

জানা গেছে, মুক্তিযোদ্ধা আফছার আলী দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত কারনে অসুস্থ্য ছিলেন। বুধবার সন্ধ্যায় তার মেয়ের বাড়ী বৈঠাখালিতে শেষ নিস্বাশ ত্যাগ করেন তিনি। মৃতু কালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার বাদ যোহর নামাজের পর হরিশপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড: ইসমাইল হোসেনসহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। পরে নামাজে যানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।