কালিয়াকৈরে ট্রাক চাপায় যুবক নিহত

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

সময় সংবাদ ডেস্কঃগাজীপুরের কালিয়াকৈরের পিঁপড়া সিট এলাকায় শনিবার ট্রাক চাপায় রাসেল (২৬)নামের এক যুবক নিহত হয়েছেন।

নিহত রাসেল উপজেলার আজগানা ঢাপলা পাড়া গ্রামের আরজু মিয়ার ছেলে।

নিহতের চাচা আব্দুল মালেক জানান শনিবার সকালের দিকে রাসেল তার নিজ বাড়ি থেকে ব্যাটারি চালিত অটো রিক্সা যোগে বোয়ালী ইউনিয়ন এর চাবাগান এলাকায় শশুর বাড়ি যাওয়ার পথে পিঁপড়া সিট পুকুরপাড় মোড় এলাকায় পৌঁছলে মোড় ঘোরানোর সময় তার গাড়িটি উলটে যায়। এসময় রাসেল গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে পিছন দিক থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট নং ২৪-০৬০৮)তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী ঘাতক ট্রাক আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

পরে বিষয়টি বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যসহ এলাকার মাতব্বরদের নিয়ে উভয় পক্ষের সম্মতিতে সমাধান করে দেয়া হয়।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশের উপ-পরদর্শক জামাল উদ্দিন জানান, নিহতের পরিবার মামলা করতে রাজি না হওয়ায় উভয় পক্ষের সম্মতিতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।