দিল্লিতে বিস্ফোরণ, অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর বাতিল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১ সময় সংবাদ ডেস্কঃশুক্রবার রাতেই পশ্চিমবঙ্গর রাজধানী কলকাতায় এসে পৌঁছনোর কথা ছিল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু, শেষ মুহূর্তে সেই সফর বাতিল হয়ে গেল। দিল্লিতে ইসরাইল দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরেই তিনি এই সফর বাতিল করেছেন বলে সরকারিভাবে জানা গেছে। তবে, বিরোধীরা অভিযোগ করছে, কৃষক আন্দোলনের জেরে দিল্লি সীমানার পরিস্থিতি উদ্বেগজনক রূপ নেয়ায় আপাতত দিল্লি ছাড়ছেন না অমিত শাহ। এই প্রথম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ইসকনে আসার কথা ছিল। যার জন্য গোটা মায়াপুর ঘিরে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তার চাদরে। আয়োজন ছিল এলাহি মধ্যাহ্নভোজেরও। কিন্তু রাতে জানা যায়, শনিবারের সব কর্মসূচিই বাতিল। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, অমিত শাহ আসছেন না। দিল্লিতে বিস্ফোরণের জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানী ছাড়তে পারছেন না। প্রশ্ন ওঠে, তাহলে রোববার ডুমুরজলায় নির্ধারিত যোগদান কর্মসূচি কি হবে না? দিলীপবাবু জানিয়েছেন, সেই কর্মসূচি যথারীতি হবে। যাদের দলে যোগ দেয়ার কথা, তারা যোগও দেবেন। কিন্তু, অমিত শাহ না আসতে পারলে অন্য কোনো কেন্দ্রীয় নেতা সেই সভায় উপস্থিত থাকতে পারেন। একটি সূত্রে খবর, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ওই সভায় উপস্থিত থাকবেন। আসতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া জানা যাচ্ছে, আগামী ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফর নিশ্চিত। তিনি ওই দিন হলদিয়ায় যাবেন। এছাড়া ৬ অথবা ৮ ফেব্রুয়ারি অমিত শাহ রাজ্যে আসতে পারেন। পাশাপাশি, ৮ তারিখই কোচবিহারের মদনমোহন মন্দির থেকে রথযাত্রার উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। Share this:FacebookX Related posts: মোদির বাংলাদেশ সফর বাতিল : এএনআই আপাতত বাতিল টাইগারদের শ্রীলঙ্কা সফর মুসলিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা বাতিল করবেন বাইডেন চীনে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০ একনজরে গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন যারা ট্রাম্পের হুমকির পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত মদিনা শরিফে করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু হংকং-চীনে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম কেমন হবে নতুন বাবরি মসজিদ করোনা বিপর্যয়ের এক বছর, লাখ লাখ মানুষের প্রাণহানি সিনোফার্মের টিকা চীনে গণহারে ব্যবহারের অনুমতি নতুন যুগে যুক্তরাজ্য, ব্রেক্সিট পরবর্তী অধ্যায় শুরু SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: অমিত শাহেরদিল্লিতে বিস্ফোরণপশ্চিমবঙ্গবাতিলসফর