ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক ; সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মনোহরা গ্রামের মাঠে দিনব্যাপী দেশের ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসাবে ফ্রিজ বিতরন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। এসময় দুর্গানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফসার আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল থেকেই বিভিন্ন বয়সী শত শত মানুষ ঘোড়দৌড় দেখার জন্য মাঠে আসেন।

প্রতিযোগিতায় সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন জেলার ৫০জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। স¤্রাট, বাহাদুর, দুলদুল, পঙিরাজ সহ বিভিন্ন বাহারী নামের ঘোড়াগুলো দর্শকদের নজর কাড়ে। দৌড়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রেমশবাড়ি গ্রামের ঘোড়সওয়ার আব্দুল মোমিনের সম্রাট ঘোড়া প্রথম স্থান ও উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর গ্রামের ঘোড়সওয়ার মো. রিয়াজ উদ্দিনের দুলদুল ঘোড়া দ্বিতীয় স্থান লাভ করে।