দেশের বিভিন্ন স্থানে ১৩০০ ধান কাটার শ্রমিক পাঠালো নাটোর পুলিশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০ অনলাইন ডেস্ক : নাটোর জেলা পুলিশের বিশেষ ব্যবস্থায় জেলার বড়াইগ্রাম, লালপুর ও গুরুদাসপুর উপজেলা থেকে দেশের বিভিন্ন স্থানে বোরো ধান কাটার জন্য ১৩০০ শ্রমিক পাঠিয়েছে। বুধবার বেলা ১১টার দিকে নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম থেকে এক হাজার তিনশত শ্রমিককে গাড়ীতে করে পাঠানো হয়। এ সময় তাদের স্বাস্থ্য বিধি মানার জন্য অনুরোধ করা হয়, থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপ মাপা হয় এবং শ্রমিকদের জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এ সময় পুলিশ সুপার লিটন কুমার সাহা, বড়াইগ্রাম সার্কেলের এএসপি হারুন-অর-রশিদ, সিংড়া সার্কেলের এএসপি জামিল আকতার, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম, বড়াইগ্রাম থানার অফিসার্স ইনচার্জ দিলিপ কুমার দাস, গুরুদাসপুর থানার অফিসার্স ইনচার্জ মোঝারুল ইসলাম, লালপুর থানার অফিসার্স ইনচার্জ সেলিম রেজা, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, করোনা ভাইরাসের কারনে ধান কাটা শ্রমিকরা তাদের কাজে যেতে পারছেন না। যার ফলে কৃষকরা ধান ঘরে তুলতে পারছে না। এই ধান কাটার কথা বিবেচনা করে শ্রমিকদের বিশেষ ব্যবস্থায় কাজে পাঠানো হচ্ছে। এই শ্রমিকরা যে এলাকায় তাদের ধান কাটার কাজের চাহিদা রয়েছে যেমন নাটোরের সিংড়ার চলন বিল, হালতি বিল সহ রংপুর, সুনামগঞ্জ, সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে তাদের পাঠানো হচ্ছে। কোন ভাবেই ধান নষ্ট হওয়া সহ এই সকল শ্রমিকদের ক্ষতির মুখে না পরতে হয় সেদিকে খেয়াল রাখা হবে। Share this:FacebookX Related posts: রাণীনগরের ড্রাগন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে গাঁজা বিক্রি ও সেবন, চাটমোহরে ছাত্রলীগের সভাপতিসহ আটক ৪ চাঁপাইনবাবগঞ্জের ২ পুলিশ সদস্য পেলেন বিপিএম পুলিশ পদক চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া ল্যাপটপসহ দুই ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ৬ রাণীনগরে ১ম জাতীয় বীমা দিবস পালিত রাণীনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন নওগাঁর সাপাহারে বিবাদমান পুকুর নিয়ে সংঘর্ষে নিহত-১, আহত-৩ আত্রাইয়ে ধানের দাম ভাল পাওয়ায় কৃষকের মুখে হাসি অর্ধশতাধিক যাত্রী নিয়ে যমুনায় নৌকাডুবি, নিখোঁজ ৩০ নওগাঁর মহাদেবপুর-শিবগঞ্জ জনগুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণের স্বার্থে যা যা করার দরকার তা করা হবে-কবিতা খানম SHARES Matched Content দেশের খবর বিষয়: ১৩০০ ধান কাটার শ্রমিকদেশের বিভিন্ন স্থানেনাটোর পুলিশপাঠালো