ভোটের লাইনে দাঁড়িয়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

সময় সংবাদ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচনে মাওনা চৌরাস্তার তমির উদ্দিন দাখিল মাদ্রাসা কেন্দ্রের ভোটের লাইনে দাঁড়িয়ে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল দশটার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ড পুরুষ কেন্দ্রে এ ঘটনাটি ঘটেছে। নিহত এমদাদুল হক (৭০) পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মৃত সোবহান মুন্সির ছেলে।

স্থানীয় শফিকুল ইসলাম দুলু জানান, লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এমদাদুল হক আকস্মিক ভাবে মাটিতে পড়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। বার্ধক্যজনিত কারনে তিনি মারা গেছেন বলেও ধারণা করেন তিনি।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা তপন কুমার জানান, ওই বৃদ্ধ হঠাৎই মাটিতে পড়ে গেলে আনসার সদস্য ও স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেয়া হলে মারা যান তিনি।