ঝিনাইগাতীতে ভারতীয় ২৪ বোতল মদসহ আটক-১

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

সময় সংবাদ ডেস্কঃ শেরপুর জেলার ঝিনাইগাতী সীমান্তবর্তী ৩নং নলকুড়া ইউনিয়নের রাংটিয়া নামক স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানা পুলিশ ২৪ বোতল ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে। ১৫ জানুয়ারি সন্ধ্যার পর পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটককৃত ব্যক্তি উপজেলার ডাকাবর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে সুজন মিয়া (২৮)।

এ ব্যাপারে ঝিনাইগাতী মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঝিনাইগাতী সীমান্তবর্তী উপজেলা হওয়ায় ভারত থেকে এই নেশাদ্রব্য একটি সিন্ডিকেট আমদানি করে। ঝিনাইগাতী মাদক বহন ও সেবনের কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করেছেন।

উপজেলায় মাদক সেবন ও বিকিকিনি করে অনেক যুবক এবং পরিবার ধ্বংসের পথে চলে যাচ্ছে। সচেতন মহল মনে করে এদের পিছনে মাদক সেবনকারী ও ব্যবসায়ীরা জড়িত। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।