বালাকোটে ভারতীয় হামলা : ঠিক কতজন নিহত হয়েছিল? দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ আন্তর্জাতিক ডেস্কঃ বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হামলায় কত উগ্রপন্থী মারা গিয়েছিল, তা নিয়ে সাবেক পাকিস্তানি কূটনীতিক আগা হিলারির একটি বক্তব্যের ভিডিও প্রকাশ্যে আসে গত সপ্তাহে। যেখানে তাকে বলতে শোনা যায়, বালাকোট হামলায় ৩০০ উগ্রবাদীর মৃত্যু হয়েছে। একটি সংবাদ সংস্থার খবরের ভিত্তিতে আনন্দবাজার ডিজিটাল-সহ সর্বভারতীয় বহু সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হয়। কিন্তু সোমবার খবরের সত্যতা যাচাইকারী একটি ওয়েবসাইটে জানায়, যে ভিডিওর উপর ভিত্তি করে ওই খবর করা হয়েছে, সেটি বিকৃত করা হয়েছিল। উল্লেখ্য, ভারত শুরু থেকেই দাবি করে আসছিল যে ২০১৯ সালের ওই হামলায় ৩০০’র বেশি উগ্রবাদী নিহত হয়েছিল। কিন্তু পাকিস্তান বলে আসছিল, ওই হামলায় কেউ নিহত হয়নি। ওই হামলার পর দুই দেশ আকাশযুদ্ধে মুখোমুখি হয়। এতে পাকিস্তানি হামলায় ভারতের অন্তত একটি মিগ জঙ্গি বিমান ভূপাতিত হয়, এর পাইলট পাকিস্তানের হাতে আটক হয়। সাম্প্রতিক একটি টিভি শোয়ে বলা আগার মন্তব্যকে ওই ভিডিওয় তুলে ধরা হয়েছিল। সংবাদ সংস্থা দাবি করেছিল, ওই কূটনীতিবিদ জানিয়েছেন, ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি ভোররাতে খাইবার-পাখতুনখোয়ার বালাকোট শহরের অদূরে জৈশ-ই-মোহম্মদের ডেরায় ফেলা ভারতীয় বিমানবাহিনীর মিরাজ-২০০০-এর ‘স্পাইস বোমা’ প্রাণ নিয়েছিল অন্তত ৩০০ জনের। পাকিস্তান সেনাবাহিনীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক কূটনীতিকের ওই মন্তব্যের জেরে শোরগোল পড়ে যায়।কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, আঘার মন্তব্য বিকৃত করা হয়েছে। ওই সাবেক পাক কূটনীতিকের আসল নাম জাফর হিলালি। টিভি বিতর্কে তিনি বলেছিলেন, ‘‘ভারত যা করেছিল, তা যুদ্ধের সামিল। সীমানা লঙ্ঘন করে অন্তত ৩০০ জনকে খুন করার উদ্দেশ্য ছিল তাদের।’’ কিন্তু উর্দু মন্তব্যে শব্দ বদলে তৈরি ভুয়া ভিডিওয় বদলে দেয়া হয় মানেটাই। জাফর উচ্চারিত ‘মারনা’ শব্দটিকে প্রচারিত ভিডিওয় ‘মারা’ করে দেয়া হয়েছিল বলে ‘সত্যতা যাচাইকারী’ একটি রিপোর্টে জানা গিয়েছে। পাকিস্তান সংবাদমাধ্যমের একাংশও সোমবার জাফরকে উদ্ধৃত করে এই দাবি জানিয়েছে। জাফর সোশ্যাল মিডিয়ায় তার আসল মন্তব্যের ভিডিয়োটি পোস্টও করেছেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা Share this:FacebookX Related posts: কেনিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলায় নিহত ৩ উত্তাল উইসকনসিনে গুলিতে নিহত ২ চীনে রেস্তোরাঁ ধসে কমপক্ষে ৫ জন নিহত কলকাতায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২ পাকিস্তানে আবাসিক ভবনে বিস্ফোরণ, নিহত ৫ আফগানিস্তানে মাদরাসায় হামলা, ইমামসহ ১১ শিশু নিহত ঘানায় গির্জা ধসে শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮ মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ২ ইরানে ১০ পর্বতারোহী নিহত, নিখোঁজ ৭ মার্কিন কংগ্রেস ভবনে হামলা : চারজন নিহত ইরাকে সেনাবাহিনীর অভিযানে ৭ আইএস জঙ্গি নিহত SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: কতজননিহতবালাকোটে ভারতীয় হামলা : ঠিকহয়েছিল?