চীনে রেস্তোরাঁ ধসে কমপক্ষে ৫ জন নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তরাঞ্চলে একটি রেস্তোরাঁ ধসে পড়ে কমপক্ষে পাঁচজন মানুষ নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে এ খবর জানিয়ে বলা হচ্ছে, ধ্বংসস্তুপ থেকে কয়েক ডজন জীবিত মানুষকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও অনেকে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে রয়েছেন বলা শঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে দেশটির রাষ্ট্রায়ত্ত প্রচারমাধ্যম সিজিটিএন এর বরাতে জানানো হয়েছে, শনিবার চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের জিয়াংফেন কাউন্টিতে দুই তলা বিশিষ্ট একটি ব্যঙ্কোয়েট হল ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। জীবিতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে স্থানীয় উদ্ধারকর্মীরা। সিজিটিএন এর প্রতিবেদন অনুযায়ী, রেস্তোরাঁটি ধসে পড়ার পর আনুমানিক ৩৭ জন মানুষ তাতে চাপা পড়েন। এখন পর্যন্ত ৩৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া আরও একজন মারাত্মকভাবে আহত হয়েছেন। কয়েকজন এখন আটকা রয়েছেন বলে শঙ্কা। দুর্ঘটনা নিয়ে প্রকাশ পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, হলুদ পোশাক পরিহিত উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ থেকে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। তবে ভবনের একটি দেয়ায় এখন অক্ষত রয়েছে। সিজিটিএন জানাচ্ছে, উদ্ধার অভিযানে যুক্ত রয়েছেন সাত শতাধিক মানুষ। তবে ভবন ধসের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাব কিছু জানা যায়নি। তবে চীনে ভবন ধসের ঘটনা অহরহই ঘটে। এ ছাড়া ভয়াবহ প্রাণঘাতী নির্মাণাধীন ভবন ধসের ঘটনাও ঘটে সেখানে। Share this:FacebookX Related posts: ঘানায় গির্জা ধসে শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত চীনে রেস্তোরাঁয় জন্মদিন পালনে গিয়ে নিহত ২৯ পাকিস্তানের গোলায় ভারতীয় ৩ সৈন্য নিহত, আহত ৫ পাকিস্তানে আবাসিক ভবনে বিস্ফোরণ, নিহত ৫ কেনিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলায় নিহত ৩ চীনে এবার বার্ড ফ্লু চীনে নতুন করে করোনাভাইরাসে ২৭ জনের মৃত্যু চীনে করোনাভাইরাসের বিস্তার কমে আসছে, বুধবারে মাত্র একজন আক্রান্ত কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮ মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ২ মার্কিন কংগ্রেস ভবনে হামলা : চারজন নিহত ইরাকে সেনাবাহিনীর অভিযানে ৭ আইএস জঙ্গি নিহত SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ৫কমপক্ষেচীনেজনধসেনিহতরেস্তোরাঁ