রহনপুর পৌরসভায় প্রার্থীদের নির্বাচনী প্রচারনা শুরু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১ নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীরা ভোট চাইতে নেমে পরেছেন। প্রার্থীগন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন এবং দোয়া চাইছেন। রহনপুর পৌরসভার বিভিন্ন মহল্লা, হাট-বাজারে প্রার্থীদের ছবি ও প্রতীক সম্বলিত পোষ্টার শোভা পাচ্ছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার, রহনপুর পৌরসভা নির্বাচন ২০২১ এবং গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসার উপস্থিত থেকে মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। মেয়র পদে ১ জনের প্রার্থীতা প্রত্যাহারের পর প্রার্থী রয়েছেন ৭জন। তারা হলেন, বিএনপি মনোনীত বর্তমান মেয়র তারিক আহমদ (ধানের শীষ), বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস (নৌকা), ডা: মু: মফিজউদ্দিন (বিএনপি বিদ্রোহী-সতন্ত্র) নারিকেল গাছ, আশরাফুল হক (বিএনপি বিদ্রোহী-সতন্ত্র) জগ, বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোসা: জোহনা খাতুন (ডাব), মো. মতিউর রহমান খান (আওয়ামীলীগ বিদ্রোহী-সতন্ত্র) চামুচ ও মো: নুরে আলম সিদ্দিকী (আওয়ামীলীগ বিদ্রোহী-সতন্ত্র) মোবাইল ফোন। সাধারণ আসনের কাউন্সিলর পদে ১ জনের প্রার্থীতা প্রত্যাহারের পর রয়েছেন ৪২ জন। তন্মধ্যে ১নং ওয়ার্ডে-৫ জন, ২নং ওয়ার্ডে- ৪ জন, ৩নং ওয়ার্ডে- ৪ জন, ৪নং ওয়ার্ডে- ৬ জন, ৫নং ওয়ার্ডে- ৩ জন, ৬নং ওয়ার্ডে- ৭ জন, ৭নং ওয়ার্ডে- ৫ জন, ৮নং ওয়ার্ডে- ৩ জন ও ৯নং ওয়ার্ডে- ৫ জন। সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে রয়েছেন ১৭জন তন্মধ্যে ১নং ওয়ার্ডে- ৩ জন, ২নং ওয়ার্ডে- ৮ জন ও ৩নং ওয়ার্ডে- ৬ জন। রহনপুর পৌরসভায় মোট ভোটারসংখ্যা ২৭ হাজার ৯৭। পুরুষ ১৩১৮৪ মহিলা ১৩৯১৩। ভোটকেন্দ্র ১১টি। উপজেলা নির্বাচন অফিসার আশা করেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আগামি ৩০ জানুয়ারি ব্যালটের মাধ্যমে রহনপুর পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। Share this:FacebookX Related posts: শাহজাদপুর পৌরসভায় আ.লীগ প্রার্থী জয়ী ভবানীগঞ্জ পৌরসভায় নৌকার প্রার্থীসহ বিজয়ী হলেন যারা গোপালপুর পৌরসভায় নৌকা বিজয়ী নজিপুর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী বাবু বিজয়ী মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন হেলাল এর বিশাল মোটরবাইক শোভা যাত্রা নওগাঁ-৬ উপ-নির্বাচনে আলোচনায় যারা পাবনা-৪ আসনের উপনির্বাচন তিনজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল নওগাঁ-৬ উপ-নির্বাচন: ইসরাফিলের উত্তরসূরি হতে চান সুলতানা পারভীন বিউটি নওগাঁ-৬ উপ-নির্বাচনে পাঁচজনের মনোনয়ন জমা ইউনিয়ন পরিষদ থেকে সংসদের পথে আনোয়ার হোসেন হেলাল সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণের স্বার্থে যা যা করার দরকার তা করা হবে-কবিতা খানম সরিষাবাড়ী পৌরসভায় আ. লীগের জয় SHARES Matched Content নির্বাচনের মাঠ বিষয়: পৌরসভায়প্রার্থীদের নির্বাচনী প্রচারনা শুরুরহনপুর