সিংগাইরে মেছো বাঘের হামলায় আহত দুই দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১ নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরে মেছো বাঘের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন। একটি মেছো বাঘকে ধরার সময় এই হামলার শিকার হন আয়ুব আলী (৪৫) ও আব্দুর রহিম (৪৬) নামের দুই ব্যক্তি। সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের জৈল্ল্যা গ্রামে এঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, জৈল্ল্যা গ্রামের মৃত জয়নাল মেম্বারের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে বাসা বেঁধে ছিলো মেছো বাঘটি। সোমবার বিকালে শ্রমিকরা ওই ঘর ভাঙ্গার সময় বাঘটি দেখতে পান। পরে স্থানীয়রা বাঘ যাতে ঘর থেকে বের হতে না পারে এজন্য চারপাশ আটকিয়ে দেয়। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়লে গ্রামের শত শত মানুষ এসে ওই বাড়িতে জড়ো হন। বিষয়টি জানানো হয় থানা পুলিশ এবং বন ও পরিবেশ কর্মকর্তাদেরও। পুলিশের উপস্থিতে গ্রামবাসী জাল ও বস্তা নিয়ে প্রায় এক ঘন্টা চেস্টার পর সন্ধ্যা ৭ টার দিকে বাঘটি ধরতে সক্ষম হন। এসময় বাঘের হামলায় দুইজন আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেয়া হয়েছে। পরে গ্রামবাসী বাঘটিকে বস্তায় ভরে থানায় নিয়ে যান। কিন্তু থানায় নিয়ে দেখেন বস্তার ভেতেই বাঘটি মারা গেছে। এব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রকিবুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বাঘটি স্থানীয়রা বস্তায় ভরে থানায় নিয়ে আসলেও পথেই তার মৃত্যু হয়েছে। বস্তার ভেতর দম বন্ধ হয়ে হয়তো তার মৃত্যু হতে পারে বলে জানান তিনি। Share this:FacebookX Related posts: সিংগাইরে তাবলীগে আগত ৩ জন করোনা আক্রান্ত মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে যুবকের মৃত্যু সিংগাইরে দুই মাদক ব্যবসায়ির জেল ও জরিমানা বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবে ৪ শ্রমিকের মৃত্যু ‘নাট্যজন জহুরুল ইসলাম স্বপন’ সম্মাননা স্মারক পেলেন গাইবান্ধার তিন গুণীজন গাজীপুরে ইজ্জত লুটের আসামি আটক পাকুন্দিয়ায় ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী আটক নিখোঁজের ৩ মাস পর মাটির নিচ থেকে কাঠ মিস্ত্রীর লাশ উদ্ধার আজ সারাদেশেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা মানিকগঞ্জে কমছে বন্যার পানি ৩৪ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত সালথায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ভাঙ্গায় কিশোর মোবাইল প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আহত দুইমেছো বাঘের হামলায়সিংগাইরে