কাতারের জন্য আকাশপথ খুলে দিল বাহরাইন

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ আজ থেকে কাতারের বিমান চলাচলের জন্য বাহরাইনের আকাশসীমা উন্মুক্ত করা হয়েছে। এর আগে সৌদি ও কাতারের মধ্যে স্থল ও আকাশপথে যোগাযোগ শুরু হয়। গতকাল রবিবার সন্ধ্যায় বাহরাইনের বেসামরিক বিমান সংস্থা (সিএএ) এ তথ্য জানায়।

আজ সোমবার থেকে সৌদি বিমান সংস্থা ও কাতার এয়ারওয়েজের বিমান চলাচলের কথা জানায়। এর আগে কুয়েত আমির শেখ নাওয়াফের প্রস্তাবে সৌদি ও কাতারের মধ্যে আকাশ, স্থল ও নৌপথে যোগাযোগ শুরু হয়।

গত ৫ জানুয়ারি সৌদির আল উলায় অনুষ্ঠিত গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) শীর্ষ সম্মেলনে কাতারের সঙ্গে বিরোধ নিষ্পত্তি করে উপসাগরীয় ছয় দেশের প্রধানদের মধ্যে সমঝোতা ও সংহতি বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।

২০১৭ সালে সৌদি, আমিরাত, বাহরাইন ও মিসর সন্ত্রাসে সহযোগিতার অভিযোগে কাতারের ওপর অবরোধ আরোপ করে। সূত্র : খালিজ টাইম।