স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বুধবার বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রবিন সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকার বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ কে এম নুরুল হুদা রুবেল জানান, ২০০৭ সালে রবিনের সঙ্গে চাঁদপুরের মতলব উপজেলার আশ্বিনপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে মিতুর (২৪) পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর মিতুর পরিবারের কাছে রবিন যৌতুক দাবি করে। ওই সময় এক লক্ষ ১০ হাজার টাকা রবিনকে দেন মিতুর পরিবারের লোকজন। পুনরায় মিতুর পরিবারের নিকট সাড়ে ৪ লাখ টাকা যৌতুক দাবি করে রবিন। যৌতুকের টাকা না পেয়ে ২০০৮ সালের ১৭ জুলাই রাতে মিতুকে শারীরিক ভাবে নির্যাতন করে হত্যা করে পালিয়ে যায় রবিন। পর দিন সাটুরিয়া থানায় মিতুর মামা ইকবাল হোসেন বাদি হয়ে মিতুর স্বামী ও শ্বশুর রফিকুল ইসলামকে আসামি করে মামলা করেন। ২০০৯ সালে তদন্ত কর্মকর্তা আদালতে আসামি রবিন ও তার বাবা রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি একরামুল হক রবিনের মুত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। রবিনের বাবা রফিকুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেন। Share this:FacebookX Related posts: আবরার হত্যা মামলার আসামি মোর্শেদের জামিন নামঞ্জুর নারী ‘জঙ্গি’ শায়লার রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট টাঙ্গাইলে ৩ স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুজনের দায় স্বীকার করোনা গুজব রোধে বিশেষ অনুষ্ঠান প্রচারে নোটিশ খালেদা জিয়াকে ৬ মাসের জন্য মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার বঙ্গবন্ধুর খুনি মাজেদের মৃত্যু পরোয়ানা জারি সাবেক ডিআইজি পার্থের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ মাদারীপুরের ডিসি এডিসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা মরেনি শুনেই সিনহার বুকে লাথি ও গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, দুই আসামির মৃত্যুদণ্ড চট্টগ্রামের ডানকান হিলে ভবন নির্মাণে হাইকোর্টের স্থগিতাদেশ, রুল জারি SHARES Matched Content আইন আদালত বিষয়: স্ত্রী হত্যার দায়েস্বামীর মৃত্যুদণ্ড