থার্টিফার্স্ট নাইট পার্টির ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১

অনলাইন ডেস্ক ; ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে থার্টিফার্স্ট নাইটে বন্ধুদের সঙ্গে পার্টি করেন পশ্চিমবঙ্গের কলকাতার যুবক অপু মল্লিক (৩৫)। একটি বাসার ছাদে আয়োজিত এ পার্টি থেকে পড়ে মৃত্যু হয়েছে তার। পুলিশের দাবি, নিহত অপু মল্লিক মাতাল অবস্থায় পড়ে গিয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে কলকাতকার পর্ণশ্রী থানা এলাকার পারুই দাস পাড়া রোডে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতভর হই-হুল্লোর করে থার্টিফার্স্ট নাইট উদযাপন করেন অপু ও তার বন্ধুরা। হঠাৎ অসুস্থবোধ করায় অপু ছাদের প্রাচীরের ধারে বমি করতে যান। তখনই বেসামাল হয়ে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি।

অপুর সঙ্গে থাকা বন্ধুরা তাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে অপুর বন্ধুদের অভিযোগ, অপুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তার চিকিৎসা শুরুর আগে অভিভাবকদের নিয়ে আসতে বলেন চিকিৎসক।

চিকিৎসার অবহেলায় অপুর মৃত্যু হয়েছে দাবি করে বিদ্যাসাগর হাসপাতালের কর্মীদের সঙ্গে বাক-বিতণ্ডা বাধে তার বন্ধুদের। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।