চাঁপাইনবাবগঞ্জে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০ ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জঃচাঁপাইনবাবগঞ্জে রেলওয়ের জমিতে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার সকালে রেলওয়ে বস্তি, ঢাকা বাসস্টান্ড, মহানন্দা বাসস্টান্ডসহ রেলের জমিতে বিভিন্ন দোকানঘর ও স্থাপনা উচ্ছেদ করা হয়। বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুজ্জামান মিয়ার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী ভুমি কমিশনার (সদর) ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, সদর মডেল থানার ওসি (তদন্ত) কবির হোসেন, রেলওয়ে রাজশাহীর কানুনগো মোঃ মহসিন আলী, সদর থানার উপ-পরিদর্শক আব্দুস সালামসহ থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দ। উচ্ছেদ অভিযানে লাল বোডিং এর আংশিকসহ ২৩টি অবৈধ স্থাপনা বুলডোজার নিয়ে গুড়িয়ে দেয়া হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়ায় এ অভিযান পরিচালিত হয়। এসময় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। কানুনগো মহসিন আলী জানান, প্রায় ২’শটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এমর্মে স্থাপনাগুলোতে লাল ক্রসিং চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সব স্থাপনা অভিযানের মাধ্যমে উচ্ছেদ করা হবে। তবে যাদের দোকানঘর বা স্থাপনা ভেঙ্গে ফেলা হচ্ছে তাদের কয়েকজন অভিযোগ করে বলেন, যারা টাকা দিচ্ছে, তাদের দোকানঘর ভাঙ্গা হচ্ছেনা। Share this:FacebookX Related posts: পলাশে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ পুলিশের অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৪১ জন গ্রেফতার নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান, আটক ৫ কোস্টগার্ডের অভিযানে জাটকাসহ অবৈধ জাল জব্দ ময়মনসিংহের ডিবি’র অভিযানে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে র্যাবের অভিযানে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আরিফ খন্দকার গ্রেফতার খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে মাদক সম্রাট গ্রেফতার ময়মনসিংহে র্যাব-১৪’র অভিযানে এনেক্স ল্যাবরেটরীজ সিলগালা, ২ জনের কারাদন্ড পুলিশের অভিযান ভারতীয় ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার বেনাপোলে ভ্রাম্যমান আদালতের অভিযান: ব্যবসায়ীদের ২৬ হাজার টাকা জরিমানা গাজীপুরে ১১টি অবৈধ ইটভাটায় অভিযান, ৬৬ লাখ টাকা জরিমানা রাজধানীতে চলছে খালের বর্জ্য অপসারণের অভিযান SHARES Matched Content দেশের খবর বিষয়: অভিযানউচ্ছেদচাঁপাইনবাবগঞ্জে রেলওয়ের জমিতে অবৈধস্থাপনা