পলাশে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০ নিউজ ডেস্কঃ নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুইদিন ব্যাপি উচ্ছেদ অভিযানে বুধবার (১৫ জানুয়ারি) প্রথম দিনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এই উচ্ছেদ অভিযান।এতে ঘোড়াশাল রেলষ্টেশন এলাকায় প্রায় চার শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় ডিভিশনাল রেলওয়ে ব্যাবস্থাপক এ এম সালাউদ্দিন ও রেলওয়ে এস্টেট অফিসার মো. নজরুল ইসলাম।এ সময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ার আরিফ হোসেন, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহিরুল আলম। এর আগে ২০১৬-১৭ সালেও একই স্থানে রেলওয়ের জমির উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। পরে পুনরায় একই স্থানে অবৈধ স্থাপনা গড়ে ওঠে।রেলওয়ে এস্টেট অফিসার মো. নজরুল ইসলাম জানান, ঘোড়াশাল টান রেলওয়ে ষ্টেশন থেকে নামা রেলওয়ে ষ্টেশন পর্যন্ত এবং ঘোড়াশাল বাজার এলাকায় রেলের প্রায় ৬ একর জমিতে গড়ে উঠা ৮২০টি দোকান ও স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে ব্যবস্যা করে আসছে। সেই অবৈধ স্থাপনাগুলো দুই দিন ব্যাপি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।‘পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান শেষে পুরো জায়গাটা মাস্টার প্ল্যান এর আওতায় নিয়ে আসা হবে এবং নিয়ম অনুযায়ী লিজ দেয়া হবে বলে জানান তিনি।’এদিকে অভিযানের বিষয়ে ব্যবসায়ীরা জানান, রেলওয়ে কর্তৃপক্ষের অভিযানে তারা সর্বশান্ত হয়ে পড়েছে। বিকল্প ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ করায় পরিবার নিয়ে পথে বসা ছাড়া আর কোনও উপায় থাকবে না। Share this:FacebookX Related posts: ভৈরবে ভ্রাম্যমান আদালতে ৩ জনের জরিমানা ও সাজা প্রদান প্রশ্নপত্র ফাঁস ও গুজবের অভিযোগে গ্রেফতার-৪ মুকসুদপুরে খাদ্যসামগ্রী বিতরণ ধামরাইয়ে ১০ টাকা কেজি চাল ও টিসিবির পণ্য বিক্রি শুরু নরসিংদীতে নতুন করে করোনায় আক্রান্ত ১৮ রূপগঞ্জে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নমুনা সংগ্রহ ও ঔষধ বিতরণ মানিকগঞ্জে দগ্ধ গৃহবধূর ঢাকায় মৃত্যু গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজি বাইক চালক নিহত সন্ধ্যার পর হাতিরঝিলে প্রবেশ নিষেধ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস রাজধানীতে চলছে খালের বর্জ্য অপসারণের অভিযান মাদারীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চেয়ার ছোড়াছুড়ি-ভাঙচুর SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: অবৈধ স্উচ্ছেদথাপনাপলাশে চারশতাধিক