বিরামপুর পৌর নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০ জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:আসন্ন দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় পৌর নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বৈকাল ৪ টা পর্যন্ত মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার ও দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক। রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক বলেন, এ নির্বাচনে মেয়র পদে দলীয়ভাবে নৌকা প্রতিক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক আক্কাস আলী এবং বিএনপি মনোনীত প্রার্থী হুমায়ুন কবীর পেয়েছেন ধানের শীষ প্রতিক। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজাদুল ইসলাম আজাদ পেয়েছেন মোবাইল প্রতিক ও আরেক স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট নুরুজ্জামান সরকার (জামান) পেয়েছেন নারিকেল গাছ প্রতিক। নতুন বছরের ১৬ জানুয়ারি বিরামপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডে ১৬ টি কেন্দ্রের ১০৫ টি বুথে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে প্রতীক বরাদ্দের পর থেকে পৌর এলাকায় শুরু হয়েছে প্রচারনার প্রস্তুতি, ছাপাখানাগুলোতে পড়েছে উপচে পড়া ভিড়। মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা ছোট ছোট লিফলেট হাতে তাদের নিজ নিজ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের বাড়ী বাড়ী ছুটে চলেছেন মার্কা জানান দেয়ার জন্য। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিরামপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৭৪৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৯৭৪ জন ও মহিলা ভোটার ১৮ হাজার ৭৭৪ জন ভোটার তাদের ভোটের মাধ্যমে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত করবেন। এদিকে দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় বিরামপুর পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের লক্ষে গত ২১ ডিসেম্বর ৬ জন মেয়র ও বিভিন্ন ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩৩ জন সাধারণ কাউন্সিলর এবং ১৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে গতকাল ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদপ্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুশফিকুর রহমান প্রার্থীতা প্রত্যাহার করেন। Share this:FacebookX Related posts: মুজিববর্ষে গৌরীপুরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে বাড়ি বরাদ্দের কর্মসূচী শুরু করোনাভাইরাস প্রতিরোধে বিরামপুরে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ বেনাপোলে গৃহবন্দিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন মুন্সীগঞ্জে বেদেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে রিক্সা চালকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সদস্যদের ত্রাণ সামগ্রী বিতরণ আনসার কমান্ডার ও ইউনিয়ন দলনেতাদের মাঝে বাইসাইকেল বিতরণ জয়শ্রীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মুজিব শতবর্ষে বেনাপোলে অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরন বেনাপোল ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ মির্জাগঞ্জে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ ‘নৌকা স্বাধীনতা, উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক-আলহাজ্ব নজরুল ইসলাম SHARES Matched Content দেশের খবর বিষয়: প্রতীকবরাদ্দবিরামপুর পৌর নির্বাচনে প্রার্থীদেরমাঝে