হালুয়াঘাট সিমান্তে নিহত ভারতীয় চোরাকারবারীর লাশ হস্তান্তর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০ এম,এ মালেক হালুয়াঘাট (ময়মনসিংহ): ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিজিবি) গুলিতে নিহত ভারতীয় চোরাকারবারী ডেভিড মোমেন এর লাশ হস্তান্তর করা হয়েছে । গতকাল বুধবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১০ টার দিকে হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় বাগমারা থানা পুলিশের নিকট নিহত চোরাকরবারীর লাশ হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বডারগার্ড ৩৯ বিজিবি’র সিও লে. কর্নেল তৌহিদুল মাহমুদ, ভারতীয় ৫৫ বিএসএফ এর অধিনায়ক কর্নেল কেএন ত্রিপাটি,ভারতের মেঘালয় রাজ্যের বাঘমারা থানার ওসি এসএ সাংমা,হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান,বিজিবি কোম্পানী কমান্ডার সারোয়ার হোসেন, বিজিবি গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ উমর ফারুক। এ ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ উভয় দেশের আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান জানান, নিহত ভারতীয় চোরাকারবারী ডেভিড মোমেন এর লাশ ময়নাতদন্তের পর আইনগত পদক্ষেপ গ্রহন শেষে গতকাল রাত ১০টার দিকে গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় বাগমারা থানা পুলিশের নিকট নিহত চোরাকরবারীর লাশ হস্তান্তর করা হয়। উল্লেখ যে,গত সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সারে ৪ টার দিকে উপজেলার গাজীরভিটা ইউনিয়নের সূর্যপুর ডুমনিকুড়া এলাকায় বাংলাদেশের অভ্যান্তরে ভারত সিমান্ত কুমুরিয়া নদীর পাড়ে ১১২৯ মেইন পিলারের সাব-পিলার ৪-এস এর নিকট স্থানীয় রব মড়লের আকাশী বাগড়ানে চোরাকারবারী দলকে ধাওয়া দেয় সূর্যপুর বিওপি বিজিবির টহল দল। এ সময় চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের উপর চাড়াও হয়ে অর্তির্কিত হামলা চালায়। চোরাকারবারীদের দাড়ালো অস্ত্রের আঘাতে মেহেদী নামে এক জন বিজিবির সদস্য আহত হয়। এ সময় অত্মরক্ষার্থে বিজিবি গুলিচালালে ভারতীয় চোরাকারবারী ডেভিড মোমেন নিহত হয়। অন্যান্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১২ বোতল অফিসার চয়েজ ভারতীয় মদ, ২৬০ পিস ইয়াবা ও দুইটি দাড়ালো দা সহ ভোটার আইডি কার্ড ও ৬হাজার ১৬০ রুপি উদ্বার করেন। নিহত ভারতীয় নাগরিক ডেভিড মোমেন (৪৬) ভারতের মেঘালয়ের গারোহিলসের রাংসাংগারী গ্রামের জন এস মারাকের পুত্র। Share this:FacebookX Related posts: হালুয়াঘাট সিমান্তে বিএসএফ এর গুলিতে নিহত যুবকের লাশ তিনদিন পর হস্তান্তর হালুয়াঘাটে বিজিবি-র গুলিতে ভারতীয় চোরাকারবারী নিহত হালুয়াঘাটে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত হালুয়াঘাটে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই কার্যক্রমের শুভ উদ্বোধন হালুয়াঘাট থানায় ওসি মোহাম্মদ আলী মাহ্ মুদ’র যোগদান তাহিরপুর সীমান্তে ভারতীয় গাঁজা সহ নাসির বিড়ির চালান আটক হালুয়াঘাট কেন্দ্রীয় শ্মশান ঘাট মন্দিরে অনুদানের চেক বিতরণ চট্টগ্রামে ফ্লাইওভারের নিচে মিলল যুবকের লাশ হালুয়াঘাট সদর ইউপি নির্বাচনে সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশী সালেহ্ আহাম্মদ ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২ গৌরীপুরে মৃত নবজাতকের লাশ উদ্ধার SHARES Matched Content সারা বাংলা বিষয়: চোরাকারবারীরনিহতভারতীয়লাশসিমান্তেহস্তান্তরহালুয়াঘাট