হালুয়াঘাটে বিজিবি-র গুলিতে ভারতীয় চোরাকারবারী নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০ এম,এ মালেক,হালুয়াঘাট :ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গাজিরভিটা ইউনিয়নের ডুমনিকুড়া সিমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছে । গতকাল মধ্যরাতে বাংলাদেশের অভ্যন্তরে ১১২৯ মেইন পিলারের সাব পিলার-৩ এস-র নিকট ভারতীয় সীমান্ত কুমুড়িয়া নদীর পাড় রব মোড়লের একাশী বাগানে ৮/৯ জন চোরাকারবারী দের দেখতে পেয়ে সূর্যপুর ক্যাম্পের টহল ইনচার্জ নায়েব সুবেদার খন্দকার আব্দূল হাই জেসিও ৮৯০৯,তাহার সঙ্গীয় বিজিবি সদস্যগণ চোরাকারবারী দের দাড়াতে বল্লে চোরাকারবারীরা ধারালো দা দিয়ে বিজিবি সদস্যদের লক্ষ করে এলোপাতারী কোপ দেয় এতে বিজিবি সদস্য সিপাহী মেহেদী ঘটনাস্থালে অহত হয় । এসময় বিজিবি সদস্যরা অত্নরক্ষার্থে গুলিবর্ষণ করিলে ডেভিড মোমেন নামে(৪৬) ভারতীয় নাগরীক নিহত হয় । এসময় অনন্য সদস্যরা পালিয়ে যায় । নিহত ভারতীয় নাগরিক ডেভিড মোমেন ভারতের মেঘালয়ের গারোহিলসের রাংসাংগারী গ্রামের জন এস মারাকের পুত্র। এসময় ঘটনাস্থল থেকে ২টি দা,১২ বোতল মদ,২৬০ পিস ইয়াবা,নগদ ৬,১৬০ রুপি,ভারতের নির্বাচন কমিশন কর্তৃক প্রদও একটি কার্ড এবং আয়কর বিভাগ কর্তৃক প্রদও কার্ড,এবং সেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রেন রেমিট কার্ড এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে । এসময় হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান বলেন,লাশ থানায় নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হবে । এ বিষয়ে বাংলাদেশ বডারগার্ড ৩৯ বিজিবি’র সিও লে. কর্নেল তৌহিদুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করে সাংবাদিকদের বলেন, সোমবার গভীর রাতে ৮/৯ জনের একটি চোরাকারবারী দলকে ধাওয়া দেয় সূর্যপুর বিওপি বিজিবির টহল দল। এ সময় চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের উপর চাড়াও হয়ে অর্তির্কিত হামলা চালায়। এতে মেহেদী নামে এক বিজিবি সদস্য আহত হন। নিহত ভারতীয় নাগরিক ডেভিড মোমেন (৪৬) ভারতের মেঘালয়ের গারোহিলসের রাংসাংগারী গ্রামের জন এস মারাকের পুত্র। Share this:FacebookX Related posts: সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি জেলে নিহত কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হালুয়াঘাট সিমান্তে নিহত ভারতীয় চোরাকারবারীর লাশ হস্তান্তর টেকনাফে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গুলিতে নিহত যুবক নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত হালুয়াঘাটে কণকণে শীত উপেক্ষা করে বোর আবাদের ধুম হালুয়াঘাটে রাস্তায় ঘুড়ে ঘুড়ে ত্রাণ বিতরণ করলেন ইউএনও রেজাউল করিম হালুয়াঘাটে ব্যক্তি উদ্যেগে ৭০০ কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ হালুয়াঘাটে অসহায় মানুষের পাশে আহমদ ফাউন্ডেশন মহাত্মা গান্ধী আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন- ভারতীয় হাইকমিশনার হালুয়াঘাটে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত দুই বাংলাদেশিকে আটকে ভারতীয় গরু ফেরত দিলো বিজিবি SHARES Matched Content সারা বাংলা বিষয়: গুলিতেচোরাকারবারীনিহতবিজিবিভারতীয়রহালুয়াঘাটে