ঝুঁকিপূর্ণ সেতুতে পারাপার

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

অনলাইন ডেস্ক ; কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ভূরুঙ্গামারী-বাগভান্ডার সড়কের পূর্ব বাগভান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সেতুটির এক অংশ ভেঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আর ঝুঁকি নিয়েই সেতুর ওপর দিয়ে চলছে যানবাহন ও এলাকাবাসী।
“ক্ষতিগ্রস্ত সেতু, ভারী যানবাহন চলাচল নিষেধ” লিখে লাল ফিতা টাঙ্গিয়ে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। এমন অবস্থা বিরাজ করছে দীর্ঘদিন থেকে। সেতুটি কবে ঠিক হবে তা বলতে পারছে না কেউ।

এলাকাবাসী জানান, উপজেলা সদরের সঙ্গে সংযোগ রক্ষাকারী এ সেতুর ওপর দিয়ে মইদাম, পাথরডুবি ও বাগভান্ডার বিজিবি ক্যাম্প, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার, খামার পত্র নবীশ, মানিককাজির কিছু অংশ, ভোটহাট গ্রাম ও ১ নং পাথরডুবী ইউনিয়নের ৪টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী প্রতিদিন চলাচল করে।

সেতুটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে সংশ্লিষ্টরা। শুধু তাই নয়, এই ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে চলাচলরত শিক্ষার্থীসহ জনসাধারণ যেকোনো মুহুর্তে দুর্ঘটনায় সম্মুখীন হতে পারেন।

উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান জানান, ইতিমধ্যে সেতুটির ইস্টিমেট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হয়েছে। আশা করছি খুব শীঘ্রই এর বাস্তবায়ন হবে