পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন ১১ পুলিশ কর্মকর্তা

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

অনলাইন ডেস্ক ; বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। সুপারিশপত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পদোন্নতির বিষয়ে প্রজ্ঞাপন জারির বিষয়ে অনুরোধ করা হয়েছে।
রোববার (২৭ ডিসেম্বর) উপ-সচিব আলতাফ হোসেন স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সুপারিশপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টারের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। পদোন্নতির সুপারিশ প্রাপ্তরা হলেন-খুলনা রেঞ্জের হাবিবুর রহমান, ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার আশরাফুজ্জামান, বাসুদেব বনিক, পুলিশ সদর দপ্তরের এস এম আক্তারুজ্জামান, মনিরুল ইসলাম, হায়দার আলী খান, মাহবুবুর রহমান ভুইয়া, রুহুল আমিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আমেনা বেগম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আজাদ মিয়া, র‍্যাবের বেগম আতিকা ইসলাম।

সুপারিশপত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পদোন্নতির বিষয়ে প্রজ্ঞাপন জারির নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।