হাসপাতালে সংঘর্ষ : চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০ অনলাইন ডেস্ক : জামালপুরে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সরকারি ও বেসরকারি হাসপাতালের রোগীরা। দাবি তিনটি হলো, চিকিৎসকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতকরণ, সদর থানার ওসিকে প্রত্যাহার এবং হাসপাতালের চিকিৎসকসহ কর্মকর্তা ও কর্মচারীদের প্রশাসনিক নিরাপত্তা প্রদান। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (সাচিব) ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) এর যৌথ ডাকে আজ রোববার থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে। সংঘর্ষের ঘটনায় শনিবার (২৬ ডিসেম্বর) রাত ১০ টায় পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান মনিরসহ ৫ জনকে আসামি করে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. মাহফুজুর রহমানের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলো, রোগীর স্বজন জামালপুরের ইকবালপুর এলাকার মৃত মদন বেপারির ছেলে সাইদুর রহমান (৪০) ও মৃত আব্দুর রফিকের ছেলে শহিদুল্লাহ (৪২)। শনিবার সন্ধ্যা থেকে জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সীমিত আকারে জরুরি বিভাগের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। অপরদিকে, জেলার বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতির কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। সরকারি হাসপাতালসহ বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতির কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে রোগীরা। শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে করিমন নেছা নামের এক রোগীর মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের জরুরি বিভাগে হামলা, ভাংচুর ও চিকিৎসকদের মারধর করে রোগীর স্বজনরা। এ সময় রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ডা. চিরঞ্জিৎ, ডা. হাবিবুল্লাহ, কর্মচারী কিরণ (৩২), রোগীর স্বজন শহিদুল্লাহ (৪০), জিহাদ (২০) ও সাইদুরসহ ১০ জন আহত হন। খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েকজন ডাক্তার ও মেডিক্যাল শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সমঝোতায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে গতকাল শনিবার বিকেলে সাচিব ও বিএমএ’র নেতৃবৃন্দ জরুরি সভা করে জামালপুর সদর থানার ওসির অপসারণসহ দোষীদের শাস্তির দাবিতে কর্মবিরতির সিন্ধান্ত নেন। এদিকে, জামালপুর সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান পুলিশের হাতে নির্যাতনের ঘটনায় শনিবার রাতে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। অপরদিকে, চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসাসেবা না পাওয়া রোগীর স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন। জামালপুর শহরের চন্দ্রা এলাকার আম্বিয়া খাতুন সকাল ১০টায় ব্রেনস্ট্রোক করলে স্বজনরা জামালপুর জেনারেল হাসাপাতালে নিয়ে আসেন। চিকিৎসা না পেয়ে এম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রওনা হন। রওনাকালে রোগীর স্বজন শহিদুর রহমান শহীদ বলেন, সকালে আমার দাদি স্ট্রোক করেছেন, হাসপাতালে এসে কোনো ডাক্তার পাচ্ছিনা। স্ট্রোকের রোগীর প্রাথমিক চিকিৎসা পেলাম না, ঝুঁকি নিয়ে ময়মনসিংহে রওনা দিচ্ছি, চিকিৎসা বন্ধ না করে আন্দোলন অন্য উপায়ে করতে পারতো। আমার মতো শত শত রোগী চিকিৎসা না পেয়ে ভোগান্তি পোহাচ্ছে। নান্দিনার হৃদরোগের রোগী আব্দুল আজিজ বলেন, সকাল থেকে ঘুরাঘুরি করছি। আমি হার্টের রোগী। ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে পারছিনা। চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছি। বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতেও চিকিৎসক বসছেন না। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। হাসপাতালের সহকারি পরিচালক ডা. মাহফুজুর রহমান জানান, চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে চিকিৎসকরা। তবে জরুরি বিভাগ ও আন্তঃবিভাগে চিকিৎসাসেবা চালু রয়েছে। জামালপুর সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান জানান, গতকাল রাত ১০ টায় হাসপাতালের সহকারি পরিচালক ডা. মাহফুজুর রহমান ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। রাতেই দুই আসামিকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে শিক্ষক খুন, এলাকায় শোকের মাতম শ্বশুর বাড়িতে শিক্ষক খুন : খুনীদের বিচারের দাবিতে মদনে মানববন্ধন গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার গৌরীপুরে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা.আমান মুক্তাগাছায় ১৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার: দুই মাদক ব্যবসায়ী আটক গৌরীপুরে মেছো বিড়াল উদ্ধার শুরুতেই গলদ; উদ্বোধন করতে গিয়ে কাজ বন্ধ করে দিলেন হুইপ! র্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার,আটক-১ বোয়ালী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে অবৈধ দাবী করে সংবাদ সম্মেলন গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ সংরক্ষিত মহিলা পদে ১৪ ও কাউন্সিলর পদে ৪৩ মনোনয়ন পত্র জমা SHARES Matched Content দেশের খবর বিষয়: চিকিৎসকদের কর্মবিরতিরোগীদের দুর্ভোগহাসপাতালে সংঘর্ষ