সেনা ও নৌবাহিনীর ৬৮ জন কর্মকর্তাকে অনারারী কমিশন প্রদান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০ অনলাইন ডেস্ক : মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ জন অনারারী লেফটেন্যান্টকে অনারারী ক্যাপ্টেন পদে এবং ২২ জন মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে। অপরদিকে, বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালকের পক্ষ সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানা যায়। বাংলাদেশ সেনাবাহিনী : বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ (পঁচিশ) জন অনারারী লেফটেন্যান্ট থেকে অনারারী ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন- অনারারী লেফটেন্যান্ট (অপারেটর) মো. মুফিজুর রহমান,আর্মার্ড; অনারারী লেফটেন্যান্ট (করণিক) মো. ওয়াজেদ আলী, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (করণিক) মো. হেলাল উদ্দিন, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (সার্ভেয়ার) মো. মাহফুজুর রহমান, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (ওসিইউ) মো. আকমল হোসেন, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (সার্ভেয়ার) মো. ছিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (এ/ই) মো. নূরুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (ওবিএম) মো. আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (এসএমটি)মো. আক্কাছ আলী,ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (করণিক) মো. আবদুল লতিফ, সিগন্যালস; অনারারী লেফটেন্যান্ট (ওয়াইঅবএস) মো. এমদাদুল হক, সিগন্যালস; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো.জামাল উদ্দিন খান, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. আব্দুল হাই ভূইয়া,ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো.আজিজার রহমান,ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) নাছির আহমদ চৌধুরী, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) এ কে এম নজরুল ইসলাম,ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (করণিক) মো. আলী হোসেন,ই বেংগল ; অনারারী লেফটেন্যান্ট (এসএমএস) মো. আবুল কাশেম মিয়াজি,এএসসি; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. মতিউর রহমান,অর্ডন্যান্স; অনারারী লেফটেন্যান্ট (এ্যান্সিলারি) মো.মোতালিব হোসেন সরকার, ইএমই; অনারারী লেফটেন্যান্ট (এএআরসিটি) মো. আনোয়ার হোসেন,ইএমই; অনারারী লেফটেন্যান্ট (এসএমটি) মো. আজাদ হোসেন, ইএমই; অনারারী লেফটেন্যান্ট (এএভেহিক্যাল) মো. আলকাছ মিয়া, ইএমই; অনারারী লেফটেন্যান্ট (এইসি) সরদার গোলাম কিবরিয়া, এইসি; অনারারী লেফটেন্যান্ট (আইসিএ) এস এম রফিকুল ইসলাম, এএমসি। সেনাবাহিনীর ২২ (বাইশ) জন মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হচ্ছেন- মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ড্রাইভার), গাজী ফরিদুল ইসলাম, আর্মার্ড; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো. এখলাছুর রহমান, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (সার্ভেয়ার) মো. মোস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (মেশন) মো. আব্দুর রশিদ, ইঞ্জিনিয়ার্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওইপি) মো. নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ড্রাফটসম্যান) মো.আব্দুল করিম, ইঞ্জিনিয়ার্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. আমিনুল হক, ইঞ্জিনিয়ার্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এফঅবএস) মো; মিকাইল ইসলাম, সিগন্যালস; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মুন্সী নূরুল ইসলাম, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি)মো.ইমদাদুল হক,ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) এস এম টুটুল, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. মাইনুল ইসলাম,ই বেংগর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. রুহুল আমিন, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মোহাম্মদ হেমায়েত উদ্দীন হাওলাদার, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) মো. আমিনুর রসুল, এএসসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) মো.শাহীন উদ্দিন, এএসসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এসএমটি) মো. মোসলেম জাহাংগীর মাসুদ, অর্ডন্যান্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এএআরসিটি) খন্দকার আনিছুর রহমান, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এইসি) আ:হান্নান সেখ,এইসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এইসি) মো.জামাল উদ্দিন হাং, এইসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এইসি) মো. নজরুল ইসলাম, এইসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওটিএ) মো. আবুল কালাম আজাদ, এএমসি। সেনা ও নৌবাহিনীর এ অনারারী কমিশন ১৬ ডিসেম্বর ২০২০ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। Share this:FacebookX Related posts: আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ ছুটি বাড়ল ২৫ এপ্রিল পর্যন্ত বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা যেখানে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা শফী করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত বই উৎসবের উদ্বোধন সকালে করোনায় আক্রান্ত ১০১৪ জন দেশে কোনো পরিবার আর গৃহহীন থাকবে না : পলক খ্রিষ্টীয় নববর্ষে সবার জীবন অনাবিল আনন্দ ও সাফল্যে ভরে উঠুক SHARES Matched Content জাতীয় বিষয়: ৬৮ জন কর্মকর্তাকেঅনারারী কমিশন প্রদানসেনা ও নৌবাহিনীর