থানায় বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না: আইজিপি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০ অনলাইন ডেস্ক : মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, থানায় বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না, হবে না।মঙ্গলবার রাজারবাগ পুলিশ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক। বাংলাদেশ পুলিশে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার প্রচলনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিনহা হত্যা প্রসঙ্গে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল– থানায় বসে সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যার পরিকল্পনা করা হয়েছে বলে খবর বেরিয়েছে। থানার কার্যক্রমে স্বচ্ছতা আনার ক্ষেত্রে আইজিপি কী উদ্যোগ নেবেন? জবাবে বেনজীর আহমেদ বলেন, থানায় বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না, হবে না। তিনি আরও বলেন, থানায় দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ আছে। এ ধরনের অপরাধ থেকে দূরে থাকতে হুশিয়ারি দেয়া হয়েছে। তিনি বলেন, ‘দুর্নীতি করলে পুলিশ থেকে চলে যাও, এটা বলা আছে। এর চেয়ে পরিষ্কারভাবে আর কী বলা যায়?’ তিনি আরও বলেন, যারা ভবিষ্যতে পুলিশে যোগ দিতে চান, তাদের জন্যও একই বার্তা। আইজিপি বলেন, পুলিশের শরীরের সঙ্গে ভিডিও ক্যামেরা লাগানোর একটা উদ্যোগ তারা আগেই নিয়েছিলেন। কিন্তু কাজটি খুব ব্যয়বহুল। তার পরও তারা পর্যায়ক্রমে ভিডিও ক্যামেরা লাগানোর কাজ শেষ করবেন। গত রোববার কক্সবাজারে সিনহা মো. রাশেদ খান হত্যায় অভিযোগপত্র জমা দেয় র্যাব। এ হত্যাকাণ্ডে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপকে মূল পরিকল্পনাকারী দেখতে আদালতে চার্জশিট জমা দেয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, সিনহা মো. রাশেদ খানকে হত্যার পরিকল্পনা হয়েছিল টেকনাফ থানায় বসে। বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও তাদের তিনজন বেসামরিক তথ্যদাতা ওই ষড়যন্ত্রে অংশ নেন। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম, বক্তব্য দেন অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাঈনুর রহমান চৌধুরী। Share this:FacebookX Related posts: থানা হবে অসহায়-নিপীড়িত মানুষের আস্থার প্রতীক : আইজিপি ‘পুলিশকে আধুনিক করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি’-আইজিপি ইনশাআল্লাহ্ আমরা সবাই মিলে এ যুদ্ধে জয়ী হব- আইজিপি আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ নতুন আইজিপি বেনজীর আহমেদ এই যুদ্ধে পুলিশের ট্রেনিং নেই, তবুও মাঠে আছি : আইজিপি আক্রান্ত ২১৮ পুলিশ সদস্যের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন আইজিপি ডিএমপিকে সুরক্ষা সামগ্রী দিলেন আইজিপি মাদকমুক্ত পুলিশ গড়তে ‘জিরো টলারেন্স’ : আইজিপি পুলিশ বাহিনী মাদকমুক্ত না হওয়া পর্যন্ত ডোপ টেস্ট অব্যাহত থাকবে: আইজিপি পুলিশের কেউ চাঁদাবাজি করলে ব্যবস্থা : আইজিপি আমরা জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলতে চাই: আইজিপি SHARES Matched Content জাতীয় বিষয়: আইজিপিথানায় বসে হত্যাকাণ্ডেরপরিকল্পনাহতে পারে না