সরিষা ফুলের হলুদ রঙয়ে ছেঁয়ে গেছে বিস্তীর্ণ মাঠ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০ অনলাইন ডেস্ক : নওগাঁর রাণীনগরে দিগন্তজোড়া মাঠ সরিষা ফুলের হলুদ রঙে ভরে গেছে। যতদূর দৃষ্টি যায় শুধু সরিষার ফুলের হলুদের সমারোহ। মৌ মৌ গন্ধে ছেঁয়ে গেছে চারিদিক। আবহাওয়া অনুকূল থাকায় চলতি মৌসুমে উপজেলায় সরিষার ফলন গত বছরের চেয়ে দ্বিগুণ পাওয়ার স্বপ্ন বুনছেন কৃষকরা। উপজেলা অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৩ হাজার হেক্টর জমিতে। কিন্তু চাষ হয়েছে দুই হাজার ৫শ ৬০ হেক্টর। চলতি মৌসুমে কৃষকরা কৃষি অফিসের সহায়তায় ও পরামর্শ নিয়ে উচ্চ ফলনশীল জাতের বিনা-৪, বারি ১৪/১৫/১৭ জাতের সরিষা চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে বিঘা প্রতি ৫-৭ মণ হারে সরিষার ফলনের আশা করছে কৃষি অফিস ও কৃষকরা। আমন ধান ঘরে তোলার পরই কৃষকরা ওই জমিতে সরিষা চাষ করেন। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকার মাঠে সরিষা দানা বাধতে শুরু করেছে আবার কোথাও পুরোদমে ফুল ফুটতে শুরু করেছে। এই ফসল ঘরে তোলার পর আবার ওই জমিতেই কৃষকরা ইরি-বোরো চাষ করেন। মূলত সরিষা বিক্রি করেই কৃষক ইরি-বোরো আবাদের খরচের জোগান জোটে। সরিষা আবাদের কারণে কৃষকের বপন করা ইরি-বোরো জমিতে বাড়তি হাল চাষ, সার ও কীটনাশক ঔষধ দেওয়ার প্রয়োজন হয় না। ফলে অল্প খরচ ও কম পরিশ্রমেই সরিষার জমিতে ইরি-বোরো আবাদে লাভবান হয় কৃষক। উপজেলার হরিশপুর গ্রামের রতন ইসলাম, কনৌজ গ্রামের ভোলাসহ অনেক সরিষা চাষী জানান, ৪ বারের বন্যার ধকল কাটিয়ে উপজেলা কৃষি অফিসের পরামর্শে আমরা উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ করেছি। এ বছর সরিষার গাছও ভালো হয়েছে। গাছে প্রচুর পরিমাণে ফুল ধরায় ফলন বেশ হবে বলে আমরা আশা করছি। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে এবার বিঘা প্রতি ৫ থেকে ৭ মণ করে সরিষা ঘরে তোলার আশা করছি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম জানান, চলতি মৌসুমের শুরুতেই বৃষ্টির কারণে অনেক চাষী সরিষা চাষের জন্য জমি তৈরি করতে পারেননি। তাই এবার লক্ষ্যমাত্রা অর্জন করাও সম্ভব হয়নি। তবে বেশির ভাগ কৃষকরা এবার উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ করেছেন। তাই তারা সরিষার দ্বিগুণ ফলন থেকে বন্যার ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পারবেন বলে আমি আশাবাদী। এছাড়া সরিষাসহ অন্যান্য আবাদের জন্য কৃষি অফিস সব সময় কৃষকের মাঠে গিয়ে সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ প্রদান করে আসছে। Share this:FacebookX Related posts: চাটমোহরে ধানের বাজারে নেই প্রত্যাশিত দাম, হতাশ কৃষক জয়পুরহাটে ব্রোকলি চাষে লাভবান হওয়ার স্বপ্ন দেখছে কৃষক দেলোয়ার আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে ধান ক্রয়ে অনিয়ম সহ্য করা হবে না : খাদ্যমন্ত্রী নওগাঁয় গাছে গাছে আামের মুকুলের সমারোহ বগুড়ায় ধান কাটার উৎসব চলছে আত্রাইয়ে ধানের দাম ভাল পাওয়ায় কৃষকের মুখে হাসি টানা বৃষ্টিতে বোরো ধান নিয়ে বেকায়দায় রাজশাহীর কৃষকরা রাণীনগরের ড্রাগন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে নওগাঁয় করলা চাষে ভাগ্যের বদল হয়েছে কৃষক জলিলের ইরি-বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক মধ্য প্রাচ্যের সবজি স্কোয়াশ চাষ হচ্ছে এখন আত্রাইয়ের মাটিতে SHARES Matched Content কৃষি বিষয়: ছেঁয়ে গেছেবিস্তীর্ণ মাঠসরিষা ফুলের হলুদ রঙয়ে