গৌরীপুরে সাবেক প্রধান শিক্ষক শামছুল হকের দাফন সম্পন্ন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০ কমল সরকার গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের নহাটা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওহা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি হাজী শামছুল হক (৭৫) বৃহস্পতিবার (১০ ডিসেম্বর ) দুপুর ১২.৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজেউন) মরহুমের নামাজে জানাযা শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় নহাটা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়। জানাযা নামাজে মরহুমের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুহেল রানা, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, মাওহা ইউনিয় পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, উপজেলা জাতীয় পার্টি সভাপতি সামছুজ্জামান জামাল, সাধারন সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন, নহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদউল্লাহ বিএসসি, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই, মাওহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নহাটা উচ্চ বিদ্যালয়ের পক্ষে সহকারী শিক্ষক আব্দুল্লাহ বিএসি, নহাটা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল লতিফ, নহাটা উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র এ্যাডভোকেট কাজল মিয়া, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, পরিবারের পক্ষে বড় ছেলে মোঃ সেলিম প্রমুখ। পরে উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পমাল্য অর্পন করা হয়। জানাযা শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযা নামাজে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ চার ছেলে দুই মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। Share this:FacebookX Related posts: বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ তালুকদা’র দাফন সম্পন্ন স্কুলছাত্রী আনুশকার দাফন সম্পন্ন বাবার লাশ নিয়ে রাতের বেলায় রাস্তায় ছেলে,অবশেষে প্রশাসনের সহায়তায় দাফন সাপাহারে বীরমুক্তিযোদ্ধা রফিক উদ্দীনের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ভেদরগঞ্জে শান্তিপূর্ণভাবে সম্পন্ন পৌরসভার ভোট গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাড়ি থেকে পালানো কিশোরী ৯৯৯ এ ফোন কলে উদ্ধার SHARES Matched Content দেশের খবর বিষয়: গৌরীপুরে সাবেক প্রধান শিক্ষকদাফনশামছুলসম্পন্নহকের