অপরাজিত থেকেই গ্রুপপর্ব শেষ করলো ম্যানসিটি

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

স্পোর্টস ডেস্ক :চ্যাম্পিয়নস লিগে রীতিমত উড়ছে ম্যানচেস্টার সিটি। শেষ ষোলো নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। বুধবার রাতে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতার। তবে এমন ম্যাচেও প্রতিপক্ষকে ছাড় দিল না পেপ গার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে দাপট দেখিয়ে খেলে ফরাসি ক্লাব মার্শেইকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। এই জয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে পা রেখেছে দলটি।

নিয়ম রক্ষার ম্যাচে বেশ পরীক্ষা-নিরীক্ষা করেছেন পেপ গার্দিওলা। নয় পরিবর্তন নিয়ে নেমেছিল ম্যানসিটি। তবে তাতে মাঠের পারফরম্যান্সে যেন কোনো প্রভাবই পড়েনি।

প্রথমার্ধে অবশ্য ম্যানসিটিকে আটকে রেখেছিল মার্শেই। ৩০ মিনিটে এগিয়েও যেতে পারতো তারা। কিন্তু দিমিত্রি পায়েত দারুণ শটে গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল করে দেন রেফারি।

দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে সিটিকে এগিয়ে নেন ফেরান তোরেস। মাহরেজ দৌড়ের ওপরই বক্সের মধ্যে বল ঠেলে দিয়েছিলেন তার কাছে, চোখের পলকে আলতো টোকায় সেটি জালে ঢুকিয়ে দেন স্প্যানিশ উইঙ্গার।

৭৭ মিনিটে গোল করেন বদলি হিসেবে নামা সার্জিও আগুয়েরো। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করেছিলেন নাথান আকেইয়ে। মার্শেই গোলরক্ষক সেটি আটকালেও শেষ রক্ষা হয়নি। ফাঁকায় দাঁড়ানো আগুয়েরো বল পেয়ে গোল করে দেন।

মার্শেইয়ের দুঃখ আরও বাড়ে আলভেরো গঞ্জালেসের আত্মঘাতী গোলে। ম্যাচ তখন প্রায় শেষের পথে। ৯০ মিনিটের সময় রহিম স্টার্লিং গোলমুখে বল পেয়ে গেলে সেটি ক্লিয়ার করতে গিয়ে গঞ্জালেসের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। শেষ পর্যন্ত ৩-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানসিটি।