সিডনি টেস্টের আগে স্বস্তির নিঃশ্বাস ভারতীয় শিবিরে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১ স্পোর্টস ডেস্ক :স্বস্তির নিঃশ্বাস ভারতীয় ক্রিকেট দলে। সিডনি টেস্টের আগে ভারতীয় দলের সকল খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হয়েছিল, যাতে সবাই উর্ত্তীণ হয়েছে। সোমবার এক বিবৃতিতে এমনই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সিডনিতে যাওয়ার আগে মেলবোর্নে করোনা পরীক্ষা করা হয় রাহানে-রোহিতদের। করোনার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সিডনি টেস্টের জন্য রওনা হয় পুরো ভারত দল। নতুন বছরের প্রথম দিন মেলবোর্নের একটি রেস্তোরায় খেতে গিয়েছিলেন অস্ট্রেলিয়া সফরে থাকা ভারতীয় দলের পাঁচ ক্রিকেটার রোহিত শর্মা, ঋষভ পান্থ, শুভমান গিল, পৃথ্বী শ ও নবদ্বীপ সাইনি। ফলে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কোভিড প্রটোকল ভাঙার অভিযোগের ওই পাঁচ ক্রিকেটারকে আইসোলেশনেও পাঠানো হয়েছিল। দলের অন্যান্যদের সাথে ও পাঁচ ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হয়। যাতে তারা পাস করেছেন। বিসিসিআই জানায়, তৃতীয় টেস্টের জন্য সিডনিতে রওনা দেয়ার আগে মেলবোর্নে পুরো দলের আরটি-পিসিআর পরীক্ষা করা হয়। সেখানে সকল খেলোয়াড়-স্টাফদের করোনা নেগেটিভ এসেছে। তবে প্রটোকল ভাঙ্গায় ঐ পাঁচ ক্রিকেটারকে নিয়ে তদন্ত করছে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। কিন্তু এখনও সেই তদন্তের ফল প্রকাশিত হয়নি। চার ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। আগামী ৭ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। Share this:FacebookX Related posts: ধোনির প্রমোশনের আগে ভারত বুলেট ট্রেন পেয়ে যাবে : শেবাগ নতুন মৌসুমে নামার আগে মন খারাপ মেসির যথারীতি সবার আগে অনুশীলনে মুশফিক ভারতীয় ক্রিকেট দলকে আইসিসি’র জরিমানা ২০২ দিন পর মাঠে নামা কোহলির প্রতিপক্ষ আজ কে? নভেম্বরেই টি-টোয়েন্টি দিয়ে ফিরছেন সাকিব ওয়াইড,দিয়েও ধোনির ভয়ে হাত নামিয়ে নিলেন আম্পায়ার! আমি জানতাম, মেসির সঙ্গেও এমন হবে : ম্যারাডোনা মেসির গোল খরা কাটার দিনে জয় পেল বার্সেলোনা দ্বিতীয় দিন শেষে ২৪২ রানে পিছিয়ে ভারত ৩ কোটি বিশ লাখে কলকাতায় সাকিব অন্যের বউ নাসের ঘরে, থানায় জিডি SHARES Matched Content খেলাধুলা বিষয়: আগেটেস্টেরনিঃশ্বাসভারতীয়শিবিরেসিডনিস্বস্তির