দেশে মৃতের সংখ্যা ৬১০০ ছাড়িয়ে গেছে

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

অনলাইন ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ১০৮ জনে।

এছাড়া গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬৯৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৪ লাখ ২৩ হাজার ৬২০ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪৮ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৪১ হাজার ৪১৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১১৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬১৬টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৫২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৪ লাখ ৭০ হাজার ১৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৫৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ মার্চে।