প্রাণঘাতী করোনার কারণে ২০২১ সালে পদ্মা সেতু উদ্বোধন করার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। আগামী ২০২২ সালে এ সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল।
বুধবার (২৬ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইনে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে এ সেতু চালু করার কথা ছিল। সেজন্য পুরোদমে কাজ এগুচ্ছিল। আমরা আগে এ ভাইরাস নিয়ে চিন্তা করিনি।
তিনি আরো বলেন, করোনাভাইরাস সবকিছু ওলট-পালট করে দিয়েছে। ভাইরাসের কারণে এ কাজেও বাধাগ্রস্ত হয়েছে। এখন ২০২২ সালে এ সেতুর উদ্বোধন হবে।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতু ও নদী শাসন্তদারকীর জন্য সিএসসি নিয়োগের চুক্তিমূল্য অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান আ. হ. ম. মুস্তফা কামাল।