মেয়ে পরিচয়ে তরুণের সঙ্গে প্রেম তরুণের, অতঃপর

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল কলেজছাত্র। কিন্তু পড়তে না গিয়ে ঋক সরকার নামে ফেসবুকের এক বন্ধুর সঙ্গে দেখা করে সে। এরপর দীর্ঘক্ষণ ওই তরুণের আর কোনও সন্ধান মেলেনি।গভীর রাত অসুস্থ ও ক্ষতবিক্ষত অবস্থায় যুবককে উদ্ধার করে এলাকার বাসিন্দারা। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শুরু হয় চিকিৎসা।চিকিৎসকরা জানিয়েছেন, নির্যাতিত তরুণের পায়ু থেকে মিলেছে কাঠের টুকরো।তদন্ত নেমে মোবাইলের সূত্র ধরে বুধবার ২ অভিযুক্ত মাধব মণ্ডল ও বসির আলিকে গ্রেপ্তার করে। ধৃতদের মোবাইলে মিলেছে বিকৃত যৌনাচারের বহু ছবি ও ভিডিও।পশ্চিমবঙ্গের মগরাহাটে ঘটেছে এমন ঘটনা।

এদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত যুবক। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তদন্তকারী কর্মকর্তারা।আটককৃতরা জিজ্ঞাসাবাদ করেই জানা গিয়েছে, ঋক সরকার নামে ভুয়ো অ্যাকাউন্টটি ধৃত বসির আলির।তার অভিযোগ, নির্যাতিত ছাত্র নিজেকে মেয়ে বলে পরিচয় দিয়ে ফেসবুকে ভাব জমিয়েছিল। মঙ্গলবার তাদের দেখা হয়। সামনা সামনি হতেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা। কিন্তু যৌন নিগ্রহের বিষয়টি অস্বীকার করেছে সে।অভিযুক্ত মাধব মণ্ডলও অভিযোগ অস্বীকার করেছে। তবে ঠিক কী হয়েছিল সেদিন? তা নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ। নির্যাতিত ছাত্রের মোবাইলটি পাওয়া গেলে গোটা বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।