কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ১২ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

নিউজ ডেস্ক :কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। অন্যদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও বেড়েছে যানবাহনের চাপ।

শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে নাব্য সংকটে লৌহজং টার্নিংয়ে পানির গভীরতা মাত্র ৬ ফুট। এজন্য ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য রাতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সকাল ৬টা থেকে আবারো চালু হয় ফেরি পারাপার।

পদ্মা পাড়ি দেয়ার অপেক্ষায় এখনো উভয়পাড়ে রয়েছে সহস্রাধিক যানবাহন।

এদিকে, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ভিড় বেড়েছে। তিন কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা আটকা থেকে দুর্ভোগে যাত্রী ও চালকরা।